শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শীত

পৃথ্বীশ চক্রবর্ত্তী

শীতের দিনে চুলোর পাশে

বসে দীদার ধারে

কল্পলোকের গল্প কথা

শুনি বারেবারে।

 

শীতের বাতাস গায়ে লাগে

কনকনে কনকনে

পাতা ঝরার শব্দ শুনি

বাগানে ও বনে।

 

চাঁদ, সুরুজ ও তারা থাকে

লেপ কুয়াশায় বাঁধা        

দূর্বাঘাসে শিশির দেখে        

মনে লাগে ধাঁধা!

 

মুড়িমুড়কি মন্ডা নাড়ু

সেসব খাবার সাথে

খেজুর রসের পিঠে পায়েস

খাইতো মায়ের হাতে।

 

গরম কাপড় গায়ে পরে

যাই প্রতিরোজ স্কুলে

কেউ কি আছে এমন মধুর

শীতের আমেজ ভুলে? 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর