শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তথ্য কণা

তথ্য কণা

♦ এক কাপ কফিতে ১০০ এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।

♦ গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না।

♦ চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।

♦ হাসার জন্য ব্রেনের পাঁচটি অংশের কার্যক্রমের প্রয়োজন হয়।

♦ কুমির চিবোতে পারে না। শিকারকে ধরার পর সরাসরি গিলে ফেলে।

♦ কেউ যখন ঘুমের মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না।

♦ ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের শরীরের রং ও গন্ধ হুবহু চকোলেটের মতো।

♦ একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফুট ওপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যথা পায় না।

♦ একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে।

♦ একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ ০.০০২৫ গ্রাম।

♦ কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে।

♦ কানাডায় যে পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।

♦ কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাঁধে।

♦ গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের মধ্যে ২৫% লোকের জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন হয়।

♦ গোল্ড ফিশ ৩ সেকেন্ডের জন্যে তার স্মৃতিশক্তি ধরে রাখতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর