শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাজি চিল

আহমাদ কাউসার

মোরগছানা খামচে ধরে

দুষ্ট একটা চিল

মাটির ঢেলা হাতে নিয়ে

মারলো খুকু ঢিল।

 

চিল হয়েছে হত

ডানায় ভীষণ ক্ষত।

খুকুর হাত খালি

মারলো জোরে তালি।

 

দাদা এসে বলল হেসে

বেশ করেছিস বেশ

পাজি চিলে মোরগ ছানা

খেয়ে করল শেষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর