মোরগছানা খামচে ধরে
দুষ্ট একটা চিল
মাটির ঢেলা হাতে নিয়েমারলো খুকু ঢিল।
চিল হয়েছে হত
ডানায় ভীষণ ক্ষত।
খুকুর হাত খালি
মারলো জোরে তালি।
দাদা এসে বলল হেসে
বেশ করেছিস বেশ
পাজি চিলে মোরগ ছানা
খেয়ে করল শেষ।
আহমাদ কাউসার
মোরগছানা খামচে ধরে
দুষ্ট একটা চিল
মাটির ঢেলা হাতে নিয়েমারলো খুকু ঢিল।
চিল হয়েছে হত
ডানায় ভীষণ ক্ষত।
খুকুর হাত খালি
মারলো জোরে তালি।
দাদা এসে বলল হেসে
বেশ করেছিস বেশ
পাজি চিলে মোরগ ছানা
খেয়ে করল শেষ।