বছর ঘুরে পলাশ শিমুল
রঙ ছড়িয়ে মন ভরায়
এত এত ফুলের মাঝেও
আলাদা এক খুশবো ছড়ায়।
প্রভাত ফেরির স্মৃতি চোখে
শৈশব হাজির অকস্মাৎ
এ স্মৃতি তো হয় না অমলিন
মনের মাঝে জলপ্রপাত।
আমার ভাইয়ের ত্যাগের স্মৃতি
মায়ের ভাষায় রাজত্ব
প্রাণ ঝরিয়ে বিদায় দিলাম
ভাষার সকল দাসত্ব।
মায়ের ভাষায় স্বপ্ন বুনি
একুশ মোদের অহংকার
দাবিয়ে রাখার বৈরিতাকে
নয় কখনো একটু ছাড়।