রোজার মাসের এক নেকিকে
শতক গুণে বাড়িয়ে
মহান আল্লাহ জমা রাখেনআকাশ-বাতাস ছাড়িয়ে।
রোজার মাসের এক ভালো কাজ
দশ খারাপের মুক্তি হয়
একবার যদি ক্ষমা চেয়ে নিই
সকল পাপের ক্ষমা হয়।
রোজার মাসের এক টাকা দান
শতক টাকার সমান হয়
নামাজ রোজা তারাবি পড়লে
ঈমান আছে প্রমাণ হয়।
রোজার মাসের ছোট কাজের
পাহাড় সমান নেকি হয়
পাপটা যদিও ছোট কর তবে
গুনাহটাও বড় হয়।