শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মাতৃভাষার জন্য

আবরার নাঈম

বাংলা আমার মাতৃভাষা

বাংলা আমার মান,

মাতৃভাষার জন্য ভাইয়ের

দিতে হলো প্রাণ।

 

সুখ-দুঃখ আর কান্না হাসি

এই ভাষাতেই সব,

ভাষার তরে হৃদে করি

সুখের অনুভব।

 

তেরো শত আটান্ন সাল

ফাল্গুনেরই আট,

বাঙালিদের জন্য আছে

মহা ত্যাগের পাঠ।

 

ভাষার তরে জান বিলিয়ে

দিল যে-সব বীর,

ওগো প্রভু দিয়ো তাদের

জান্নাতেরই নীড়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর