বইমেলা যে হচ্ছে শুরু
খোকা খুকু নাচে
মেলায় যেতে বায়না করে
বাবা মায়ের কাছে।
পাঠকেরই জন্য এখন
হচ্ছে এমন মেলা
ঠিক হলো তাই ছুটির দিনে
যাবে বিকেলবেলা।
কত কত বইয়ের দোকান
কত মানুষ হাঁটে
অবাক হলো এসে সবাই
বইমেলার এই মাঠে।
কেউবা খোঁজে আজব গল্প
কেউবা মজার ছড়া
সেরা বইটি কিনলে জ্ঞানের
পূর্ণ হবে ঘড়া।