গভীর রাতে চুপিসারে ঘুম পরীটা নামে।
সুন্দর এক ফুলের গাড়ি, পরীসহ থামে।
আকাশ ভরা তারার মেলা নিঝুম নিশিথ রাত।
হেসে নেচে পরী নামে, ভাবছে কি সাতপাঁচ?
আকাশ হতে ঝরছে শিশির, পরী গেছে ভিজে।
বাগানজুড়ে চাঁদের আলো! স্নিগ্ধ কোমল কী যে!
তন্দ্রা চোখে জরী দেখল অপূর্ব এক পরী,
ছোট্ট জরী মুগ্ধ অবাক, ভারি সুশ্রী পরী! সরি,
জরী পরীর ছবি আঁকা করল আর শেষ।
ঘুম ঢুলঢুল ডাগর চোখে স্বপ্নের আবেশ।
ঘুম জাগলে জরী দ্যাখে খাতায় পরী আঁকা।
পরীর পাশে অচিন গাড়ি, হরেক ফুলে ঢাকা।
তবে এসব স্বপ্নে দেখা? প্রশ্ন জরীর মনে।
জানলা খোলা, হু হু হাওয়া আসছে ক্ষণেক্ষণে।