জল শুকানো পুকুরের
লজ্জা পেয়ে কাদা,
কালো হয়েছে কুচকুচে
রোদে পুড়ে আধা।
বিপদে পড়ে মাছগুলো
করছে লাফালাফি,
পেট ভরে খেতে আসে
নানান রকম পাখি।
কষ্টে থাকে গ্রীষ্মে পুকুর
শুকিয়ে গিয়ে জল,
খেলতে নামে ঘাসফড়িং
খুশি মনে ফুটবল।
জল শুকানো পুকুরের
লজ্জা পেয়ে কাদা,
কালো হয়েছে কুচকুচে
রোদে পুড়ে আধা।
বিপদে পড়ে মাছগুলো
করছে লাফালাফি,
পেট ভরে খেতে আসে
নানান রকম পাখি।
কষ্টে থাকে গ্রীষ্মে পুকুর
শুকিয়ে গিয়ে জল,
খেলতে নামে ঘাসফড়িং
খুশি মনে ফুটবল।