বৈশাখ আমার মাথার মুকুট
জীবন নদীর কূল,
মানসপটের শাখায় জাগে
টগবগে রং ফুল,
চোখের পাতায় স্বপ্ন উড়ে
ঝলমলে রাশি রাশি,
আবাল বৃদ্ধ শিশুর ঠোঁটে
ঝরে জমাট হাসি।
ধানের গন্ধে মেতে ওঠে
হাজার কণ্ঠে কলি,
মোড়ে মোড়ে চায়ের আড্ডা
ঘরে পিঠাপুলি।
বৈশাখ আমার মাথার মুকুট
জীবন নদীর কূল,
মানসপটের শাখায় জাগে
টগবগে রং ফুল,
চোখের পাতায় স্বপ্ন উড়ে
ঝলমলে রাশি রাশি,
আবাল বৃদ্ধ শিশুর ঠোঁটে
ঝরে জমাট হাসি।
ধানের গন্ধে মেতে ওঠে
হাজার কণ্ঠে কলি,
মোড়ে মোড়ে চায়ের আড্ডা
ঘরে পিঠাপুলি।