রাতের রানি হাসনাহেনা
কেমন তোমার ঘ্রাণ,
সেই সুবাসে হৃদয় জুড়ায়
উতলা হয় প্রাণ।
রাতের বেলা ফুটো তুমি,
রাতেই পড়ো ঝরে,
তোমার ঘ্রাণে নিশির স্বপন
কি মধুময় করে!
জানো তুমি হাসনাহেনা
আমার বড়োই প্রিয়,
ঘুম না এলে উজাড় করে
সৌরভ আমায় দিও।
রাতের রানি হাসনাহেনা
কেমন তোমার ঘ্রাণ,
সেই সুবাসে হৃদয় জুড়ায়
উতলা হয় প্রাণ।
রাতের বেলা ফুটো তুমি,
রাতেই পড়ো ঝরে,
তোমার ঘ্রাণে নিশির স্বপন
কি মধুময় করে!
জানো তুমি হাসনাহেনা
আমার বড়োই প্রিয়,
ঘুম না এলে উজাড় করে
সৌরভ আমায় দিও।
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম