ছোট ছোট রাতের তারা
মিষ্টি করে হাসে,
মনের সুখে দোল খেয়ে যায়
দক্ষিণা বাতাসে।
সাদা সাদা ছোট পরী
গাছের ডালে দোলে,
মিষ্টি সুবাস দেয় ছড়িয়ে
মনটা সবার ভোলে।
রূপে গুণে নেইকো জুড়ি
গন্ধেও নেই তুল,
রূপের রানি রাতের রানি
হাসনাহেনা ফুল।
                                                            ছোট ছোট রাতের তারা
মিষ্টি করে হাসে,
মনের সুখে দোল খেয়ে যায়
দক্ষিণা বাতাসে।
সাদা সাদা ছোট পরী
গাছের ডালে দোলে,
মিষ্টি সুবাস দেয় ছড়িয়ে
মনটা সবার ভোলে।
রূপে গুণে নেইকো জুড়ি
গন্ধেও নেই তুল,
রূপের রানি রাতের রানি
হাসনাহেনা ফুল।