মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) সফলভাবে বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্স (PMI) এর সেপ্টেম্বরের প্রতিবেদনটি গত ৭ অক্টোবর প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (PMI)-এর অক্টোবরের সূচক আগের মাসের তুলনায় ৬.০ পয়েন্ট বেড়ে ৫৫.৭-এ পৌঁছেছে, যা টানা তিন মাসের সংকোচনের পর পুনরায় সম্প্রসারণের স্তরে ফিরে এসেছে। সর্বশেষ PMI সূচকগুলো বাংলাদেশের অর্থনীতির সম্প্রসারণের দিকে প্রত্যাবর্তনের প্রাথমিক ইঙ্গিত প্রদান করছে, যেখানে কৃষি, নির্মাণ এবং সেবা খাত কয়েক মাস পর প্রথমবারের মতো সম্প্রসারণ দেখিয়েছে, এবং উৎপাদন খাত দ্রুতগতিতে সম্প্রসারণের হার অর্জন করেছে।
কৃষি খাত তিন মাসের ধারাবাহিক সংকোচনের পর প্রসারণে ফিরে এসেছে। নতুন ব্যবসা এবং ব্যবসার কার্যক্রম সূচকগুলোর জন্য প্রথমবারের মতো প্রসারণ রেকর্ড করা হয়েছে, তবে কর্মসংস্থান সূচক দ্রুত সংকোচন নির্দেশ করে। ইনপুট খরচ সূচক দ্রুততর প্রসারণ রেকর্ড করেছে, যখন অর্ডার ব্যাকলগ সূচক ধীরতর সংকোচন রেকর্ড করেছে।
উৎপাদন খাত দ্রুততর প্রসারণ হার পোস্ট করেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানার আউটপুট, ইনপুট ক্রয় এবং ইনপুট মূল্য সূচকগুলোর জন্য প্রসারণ রেকর্ড করা হয়েছে। শেষ পণ্য, আমদানি, কর্মসংস্থান, সরবরাহকারী ডেলিভারি এবং অর্ডার ব্যাকলগ সূচকগুলোর জন্য সংকোচন রেকর্ড করা হয়েছে।
নির্মাণ খাত তিন মাসের ধারাবাহিক সংকোচনের পরে প্রান্তিক প্রসারণে ফিরে এসেছে। নির্মাণ কার্যক্রম, কর্মসংস্থান, অর্ডার ব্যাকলগের জন্য ধীরতর সংকোচন রেকর্ড করা হয়েছে, তবে নতুন ব্যবসা সূচক প্রান্তিক সংকোচনে ফিরে এসেছে। ইনপুট খরচ সূচক দ্রুততর প্রসারণ হার পোস্ট করেছে।
সেবা খাত তিন মাসের ধারাবাহিক সংকোচনের পরে প্রসারণে ফিরে এসেছে। ব্যবসা কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সূচকগুলোর জন্য প্রথমবারের মতো প্রসারণ রেকর্ড করা হয়েছে। নতুন ব্যবসা সূচক ধীরতর প্রসারণ রেকর্ড করেছে, যখন ইনপুট খরচ সূচক দ্রুততর প্রসারণ রেকর্ড করেছে। কর্মসংস্থান সূচক ধীরতর সংকোচন নির্দেশ করে।
ভবিষ্যৎ ব্যবসা সূচকের ক্ষেত্রে, কৃষি, উৎপাদন, নির্মাণ এবং সেবার সকল মূল খাতেই ধীরতর প্রসারণ হার রেকর্ড করা হয়েছে। যদিও অর্থনীতির সকল গুরুত্বপূর্ণ খাত সম্প্রসারণের লক্ষণ দেখাচ্ছে, তবুও দেশ এখনও আভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেমন ঘন ঘন প্রতিবাদ, আইনশৃঙ্খলার মন্থর উন্নতি এবং জন-প্রশাসনের ধীরগতি ইত্যাদিতে বাঁধাগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, PMI হল একটি অগ্রণী উদ্যোগ যা ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য দেশের অর্থনৈতিক অবস্থার সময়োপযোগী এবং সঠিক তথ্য প্রদান করতে চায়। এটি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জের উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (SIPMM)-এর কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল