ফ্রান্সের টোটাল এনার্জিস জানিয়েছে, আপাতত আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো নতুন বিনিয়োগ করবে না তারা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের নির্বাহীদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনার পর, ফ্রান্সের এই বড় জ্বালানি কোম্পানি তাদের এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে। টোটাল বলেছে, তারা জানত না যে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের বিরুদ্ধে মার্কিন তদন্ত চলছে।
রয়টার্সের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সম্ভাব্য ঘুষ লেনদেন ও দুর্নীতির অভিযোগে এই তদন্ত চালাচ্ছে। এক বিবৃতিতে টোটালএনার্জিস জানিয়েছে, আদানি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও তার ফলাফল সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত, তারা আদানি গ্রুপের কোম্পানিগুলোর সঙ্গে আর্থিক বিনিয়োগ করবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্নীতির অভিযোগের তদন্ত সম্পর্কে টোটালএনার্জিসকে পূর্বে কোনো তথ্য দেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের আইনজীবীরা আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে আছেন, আদানি গ্রুপের মালিক গৌতম আদানি, তাঁর ভাইয়ের ছেলে সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের মধ্যে, ব্যবসায়িক সুবিধা লাভের জন্য তাঁরা ভারতীয় কর্মকর্তাদের অবৈধ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরে তা প্রদান করেন।
২০২১ সালের জানুয়ারিতে আদানি গ্রিন এনার্জির ১৯ দশমিক ৭৫ শতাংশ কিনে নেয় টোটালএনার্জিস। এর ঠিক আগে আগে ভারতীয় কোম্পানিটি তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্রের কাজ পায়। আর এসব ঘটনার কয়েক মাস আগে অবৈধ অর্থের কথিত লেনদেন শুরু হয়।
আদানি টোটাল গ্যাস লিমিটেডে ফরাসি কোম্পানিটির ৩৭ দশমিক ৪ শতাংশ মালিকানা রয়েছে। এর বাইরে আদানি গ্রিন এনার্জির নবায়নযোগ্য জ্বালানির তিনটি যৌথ বিনিয়োগে তাদের ৫০ শতাংশ করে মালিকানা আছে। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই সাগর আদানির বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি ও আদানি গ্রিন এনার্জি-সম্পর্কিত প্রমাণ জব্দ করার পরে দুটো কোম্পানিতে যৌথ বিনিয়োগ করা হয়েছিল।
টোটালের ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। সোমবার সকালে তাদের শেয়ারের দাম শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ কমে যায়।
বিডি প্রতিদিন/এমএস