মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এই মিষ্টি উপহার দেয় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ৭৯ ব্যাটালিন ক্যাম্প কমান্ডার এস এন চৌবিরের হাতে এই মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকে। সেই সঙ্গে বন্ধ ছিল হিলি পানামা পোর্ট লিমিটেডের পণ্য লোড-আনলোডসহ কাস্টমসের সকল কার্যক্রম।
তবে মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলে জানায় বাংলা হিলি সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার।
বিডি প্রতিদিন/নাজমুল