রাজধানীসহ সারা দেশে অপহরণের ঘটনা বেড়েই চলেছে। অপহরণের শিকার হচ্ছেন সরকার ও বিরোধী দলের নেতা-কর্মীরা। ব্যবসায়ী ও অন্য পেশার সঙ্গে সংশ্লিষ্টরাও অপহৃত হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়দানকারী সাদা পোশাকধারী লোকজনের হাতে। এদের কেউ কেউ ফিরে আসছেন ভাগ্যগুণে। অন্যদের কোনো হদিসই মিলছে না। র্যাব, ডিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নামে অপহরণের ঘটনা ঘটলেও এ বাহিনীগুলো আইনবহিভর্ূত কর্মকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। তারা বলছেন, অপরাধীরা তাদের অপরাধ সংঘটনে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সুনামের জন্যও বিড়ম্বনা সৃষ্টি করছে। অপহরণের যেসব ঘটনা সারা দেশে হৈচৈ তুলেছে সেসব ঘটনা তদন্ত করেও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষগুলো কোনো হদিস পায়নি। এর ফলে কার্যত অপরাধীরাই সুবিধা পাচ্ছে। তারা অপকর্ম আরও জোরেশোরে চালাতে উৎসাহিত হচ্ছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৯ জন অপহৃত হয়েছেন। এর মধ্যে ১২ জনের লাশ পাওয়া গেছে। চারজন ফিরে এসেছেন। এ ছাড়া ২০১০ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত সারা দেশে ২৬৮ জন অপহৃত হয়েছেন। এর মধ্যে ৪৩ জনের লাশ উদ্ধার হয়েছে। ছেড়ে দেওয়া হয় ২৪ জনকে। কিন্তু ১৮৭ জনের কোনো খোঁজই নেই। এ ছাড়া গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণের শিকার হয়েছেন ৫৩ জন। তবে চলতি বছরের প্রথম দুই মাস, অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই অপহৃতের সংখ্যা ২৫। একের পর এক অপহরণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীই শুধু নয়, সরকারের প্রতি মানুষের আস্থায় ব্যত্যয় ঘটাচ্ছে। জননিরাপত্তা প্রতিটি সরকারের কর্তব্য বলে বিবেচিত। এ কর্তব্যের কথা মনে রেখে অপহরণের হোতাদের ধরতে হবে। অপরাধীদের পরিচয় যাই হোক না কেন তাদের আইনের আওতায় এনে এ অকাম্য বিসংবাদের অবসান ঘটাতে হবে।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু