রাজধানীসহ সারা দেশে অপহরণের ঘটনা বেড়েই চলেছে। অপহরণের শিকার হচ্ছেন সরকার ও বিরোধী দলের নেতা-কর্মীরা। ব্যবসায়ী ও অন্য পেশার সঙ্গে সংশ্লিষ্টরাও অপহৃত হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়দানকারী সাদা পোশাকধারী লোকজনের হাতে। এদের কেউ কেউ ফিরে আসছেন ভাগ্যগুণে। অন্যদের কোনো হদিসই মিলছে না। র্যাব, ডিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নামে অপহরণের ঘটনা ঘটলেও এ বাহিনীগুলো আইনবহিভর্ূত কর্মকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। তারা বলছেন, অপরাধীরা তাদের অপরাধ সংঘটনে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সুনামের জন্যও বিড়ম্বনা সৃষ্টি করছে। অপহরণের যেসব ঘটনা সারা দেশে হৈচৈ তুলেছে সেসব ঘটনা তদন্ত করেও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষগুলো কোনো হদিস পায়নি। এর ফলে কার্যত অপরাধীরাই সুবিধা পাচ্ছে। তারা অপকর্ম আরও জোরেশোরে চালাতে উৎসাহিত হচ্ছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৯ জন অপহৃত হয়েছেন। এর মধ্যে ১২ জনের লাশ পাওয়া গেছে। চারজন ফিরে এসেছেন। এ ছাড়া ২০১০ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত সারা দেশে ২৬৮ জন অপহৃত হয়েছেন। এর মধ্যে ৪৩ জনের লাশ উদ্ধার হয়েছে। ছেড়ে দেওয়া হয় ২৪ জনকে। কিন্তু ১৮৭ জনের কোনো খোঁজই নেই। এ ছাড়া গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণের শিকার হয়েছেন ৫৩ জন। তবে চলতি বছরের প্রথম দুই মাস, অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই অপহৃতের সংখ্যা ২৫। একের পর এক অপহরণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীই শুধু নয়, সরকারের প্রতি মানুষের আস্থায় ব্যত্যয় ঘটাচ্ছে। জননিরাপত্তা প্রতিটি সরকারের কর্তব্য বলে বিবেচিত। এ কর্তব্যের কথা মনে রেখে অপহরণের হোতাদের ধরতে হবে। অপরাধীদের পরিচয় যাই হোক না কেন তাদের আইনের আওতায় এনে এ অকাম্য বিসংবাদের অবসান ঘটাতে হবে।
শিরোনাম
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার