অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবে রাজধানীতে বর্ষা হলেই জলাবদ্ধতা নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। গত রবিবার জলাবদ্ধতার শিকার হয়েছিল রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে জলজট ও যানজটে অচল হয়ে পড়েছিল প্রায় পুরো নগরী। রোজাদার মানুষের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করেছিল জলজট ও যানজটের বিব্রতকর অবস্থা। জলাবদ্ধতা কমাতে বিভিন্ন কর্তৃপক্ষ একের পর এক পরিকল্পনা নিলেও তাতে তেমন কোনো লাভ হচ্ছে না। রাজধানীর জলাবদ্ধতা কমাতে নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সম্প্রসারণ, খাল সংস্কার, নর্দমা ও বক্স কালভার্ট পরিষ্কারের কাজে শত শত কোটি টাকা ব্যয় হলেও তা দৃষ্টিগ্রাহ্য কোনো সুফল বয়ে আনতে পারেনি। অপরিকল্পিত নগরায়ণের কারণে ঘণ্টাখানেক বৃষ্টি হলেই রাজধানীতে জলাবদ্ধতা অনিবার্য হয়ে ওঠে। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো নগরায়ণের সর্বক্ষেত্রে যে অব্যবস্থাপনার ছাপ রয়েছে, তার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাজধানীর জলাবদ্ধতার অন্যতম কারণ। রাজধানীর পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হতো বেশ কিছু প্রাকৃতিক খাল। এসব খালের সিংহভাগই বেদখল এবং ভরাট হয়ে গেছে। অদ্ভুত এ দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন খাল এমনকি নদীও বেদখল হয়ে যায়। জনগণের ট্যাক্সের টাকায় সরকারের ভূমি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পেলেও তাদের যোগসাজশেই খাল নদী জলাশয় আত্মসাতের ঘটনা ঘটছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীতে। অচলাবস্থা সৃষ্টি হয় নগরজীবনে। নাগরিকদের ভোগান্তির সৃষ্টি হয়। আমাদের মতে, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে দৃঢ় সংকল্পবদ্ধ ভূমিকা গ্রহণ করতে হবে। নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে দুই মেয়র জলাবদ্ধতা সমস্যার সমাধানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বেদখলকৃত খালগুলো উদ্ধারের উদ্যোগ নিতে হবে জরুরি ভিত্তিতে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ ঘটিয়ে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা দরকার। পাশাপাশি নগরবাসীকে সেবা দেওয়ার নামে প্রায়শই রাস্তা খোঁড়াখুঁড়ির যে মহোৎসব চলে সে বদভ্যাসের ইতি ঘটাতে হবে। অন্তত মাহে রমজানে এ যথেচ্ছতা থেকে সংশ্লিষ্টরা নিবৃত্ত থাকবেন আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
জলজট ও যানজট
রাস্তা খোঁড়াখুঁড়ির মহোৎসব বন্ধ হোক
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর