দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দেশের দুই বৃহত্তম নগরী রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের অধিবাসীদের জন্য দুর্ভোগ বয়ে আনছে। বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এমনিতেই ঢাকা ও চট্টগ্রাম যানজটের নগরী হিসেবে পরিচিত। বৃষ্টি হলে জলজট আর যানজটে নগর জীবন নাকাল হয়ে পড়ে। গত সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়র জলাবদ্ধতা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনের পর এক বছর কেটে গেলেও সে প্রতিশ্রুতির কিছুই পূরণ হয়নি। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বেশির ভাগ এলাকার রাস্তা পানিতে ডুবে যায়। কোথাও কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমর পর্যন্ত পানি হয়। রাস্তায় নামা স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হয় চরম দুর্ভোগে। গণপরিবহনের স্বল্পতা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটি থাকায় বৃষ্টির পর পানি নিষ্কাশনে সময় লাগে। জলাবদ্ধতার কারণে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন আটকে থাকে। মালিবাগ-শান্তিনগর, ইস্কাটন, আরামবাগ, মতিঝিল, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী মোড়, বাড্ডা, নাখালপাড়াসহ বিভিন্ন জায়গায় ভারী এমনকি মাঝারি বৃষ্টি হলেই পানি জমে। পূর্ব রামপুরার কিছু গলিতে হাঁটুপানি হয় সামান্য বৃষ্টিতেই। চট্টগ্রামে বৃষ্টি হলেই নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির সময় জোয়ারের পানি প্রবেশ করলে এলাকাবাসীর জন্য তা মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে বিবেচিত হয়। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য। ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী, পথচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ। গত সপ্তাহে টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। পানি জমে যায় বেশ কিছু সড়ক, উপসড়ক, বাই লেনে। নগরীর বৃহত্তর বাকলিয়ার বিভিন্ন এলাকা, বহদ্দারহাট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ, ষোলশহর ২ নম্বর গেট থেকে মুরাদপুর, বাদুড়তলা, চান্দগাঁওয়ের বিভিন্ন ব্লক, চকবাজার, শুলকবহর, আগ্রাবাদ, বৃহত্তর হালিশহরসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার হতশ্রী অবস্থা দেশের দুই বৃহত্তম নগরীর দুই কোটিরও বেশি মানুষের জন্য যে দুর্ভোগ বয়ে আনছে, তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
দুই নগরীর জলাবদ্ধতা
সমস্যার আশু সমাধান কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
