দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দেশের দুই বৃহত্তম নগরী রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের অধিবাসীদের জন্য দুর্ভোগ বয়ে আনছে। বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এমনিতেই ঢাকা ও চট্টগ্রাম যানজটের নগরী হিসেবে পরিচিত। বৃষ্টি হলে জলজট আর যানজটে নগর জীবন নাকাল হয়ে পড়ে। গত সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়র জলাবদ্ধতা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনের পর এক বছর কেটে গেলেও সে প্রতিশ্রুতির কিছুই পূরণ হয়নি। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বেশির ভাগ এলাকার রাস্তা পানিতে ডুবে যায়। কোথাও কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমর পর্যন্ত পানি হয়। রাস্তায় নামা স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হয় চরম দুর্ভোগে। গণপরিবহনের স্বল্পতা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটি থাকায় বৃষ্টির পর পানি নিষ্কাশনে সময় লাগে। জলাবদ্ধতার কারণে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন আটকে থাকে। মালিবাগ-শান্তিনগর, ইস্কাটন, আরামবাগ, মতিঝিল, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী মোড়, বাড্ডা, নাখালপাড়াসহ বিভিন্ন জায়গায় ভারী এমনকি মাঝারি বৃষ্টি হলেই পানি জমে। পূর্ব রামপুরার কিছু গলিতে হাঁটুপানি হয় সামান্য বৃষ্টিতেই। চট্টগ্রামে বৃষ্টি হলেই নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির সময় জোয়ারের পানি প্রবেশ করলে এলাকাবাসীর জন্য তা মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে বিবেচিত হয়। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য। ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী, পথচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ। গত সপ্তাহে টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। পানি জমে যায় বেশ কিছু সড়ক, উপসড়ক, বাই লেনে। নগরীর বৃহত্তর বাকলিয়ার বিভিন্ন এলাকা, বহদ্দারহাট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ, ষোলশহর ২ নম্বর গেট থেকে মুরাদপুর, বাদুড়তলা, চান্দগাঁওয়ের বিভিন্ন ব্লক, চকবাজার, শুলকবহর, আগ্রাবাদ, বৃহত্তর হালিশহরসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার হতশ্রী অবস্থা দেশের দুই বৃহত্তম নগরীর দুই কোটিরও বেশি মানুষের জন্য যে দুর্ভোগ বয়ে আনছে, তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
দুই নগরীর জলাবদ্ধতা
সমস্যার আশু সমাধান কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর