ঈদকে সামনে রেখে চলছে বেপরোয়া চাঁদাবাজি। বস্তি থেকে ফ্ল্যাট, ফুটপাথ থেকে বিপণি বিতান, কাঁচাবাজার থেকে অফিস আদালত— কোথাও নিস্তার নেই চাঁদাবাজদের হাত থেকে। নীরব বা সরব চাঁদাবাজি অস্থির করে তুলছে নাগরিক জীবনকে। কোথাও চাঁদাবাজিতে শামিল হচ্ছে পুলিশ সদস্যরা। তল্লাশির নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি। কোথাও শীর্ষ সন্ত্রাসীদের মোবাইল ফোনে চলছে চাঁদাবাজির পাঁয়তারা। পুলিশ ও সন্ত্রাসী যেন এ ক্ষেত্রে বাঁধা পড়ছে একসূত্রে। রাস্তায় বাঁশ ফেলে পরিবহন আটকে যাত্রীদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে মসজিদ-মাদ্রাসার নামে। পথচারীদের সাপ দেখিয়ে সাপুড়েদের চাঁদাবাজি যেমন বেড়েছে, তেমনি হিজড়ারাও চাঁদা তুলছে নানা হুমকি দিয়ে। ঈদকে কেন্দ্র করে দেশজুড়ে এখন যে অবিরাম চাঁদাবাজি চলছে, তার কাছে অসহায় হয়ে পড়ছে সর্বস্তরের মানুষ। পরিবার-পরিজন নিয়ে মানুষ যখন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন সশস্ত্র চাঁদাবাজদের বেপরোয়া দৌরাত্ম্যে সেই খুশি উবে যাচ্ছে। কখনো কখনো তা আতঙ্কে পরিণত হচ্ছে। এ বিষয়ে ঢাকায় বেশ কয়েকটি থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ডিবি, র্যাব ও পুলিশের বিভিন্ন দফতরে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেরই চাঁদা দিতে দিতে পুঁজিতে টান পড়ার উপক্রম। রেহাই নেই দেশের শীর্ষ ব্যবসায়ীদেরও। তারাও হাঁপিয়ে উঠেছেন চাঁদার টাকা গুনতে গুনতে। ভুক্তভোগী কোনো কোনো ব্যবসায়ী নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছেন। চাঁদাবাজদের অত্যাচারে অনেকে মোবাইল ফোনের সুইচও বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এ দুর্বৃৃত্তদের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষার যেন কেউ নেই। নাগরিকদের নিরাপত্তা রক্ষায় তাদের ট্যাক্সের টাকায় পোষা হয় পুলিশ। সেই পুলিশ সদস্যরা নিজেরাই জড়িয়ে পড়ছে চাঁদাবাজিতে। ঈদকে সামনে রেখে ছাত্র ও যুব সংগঠন নামধারীদের দুর্বৃত্তপনাও চরমে। চাঁদাবাজদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতে। প্রত্যক্ষ শিকার ব্যবসায়ীরা হলেও পরোক্ষ শিকার সাধারণ মানুষ। সভ্য সমাজের বাসিন্দা বলে নিজেদের ভাবতে হলে চাঁদাবাজ নামের দুর্বৃত্তদের রুখতেই হবে।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
বেপরোয়া চাঁদাবাজি
ব্যবসা বাণিজ্য ও পরিবহন খাতে অস্বস্তি
Not defined
প্রিন্ট ভার্সন
