ঈদকে সামনে রেখে চলছে বেপরোয়া চাঁদাবাজি। বস্তি থেকে ফ্ল্যাট, ফুটপাথ থেকে বিপণি বিতান, কাঁচাবাজার থেকে অফিস আদালত— কোথাও নিস্তার নেই চাঁদাবাজদের হাত থেকে। নীরব বা সরব চাঁদাবাজি অস্থির করে তুলছে নাগরিক জীবনকে। কোথাও চাঁদাবাজিতে শামিল হচ্ছে পুলিশ সদস্যরা। তল্লাশির নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি। কোথাও শীর্ষ সন্ত্রাসীদের মোবাইল ফোনে চলছে চাঁদাবাজির পাঁয়তারা। পুলিশ ও সন্ত্রাসী যেন এ ক্ষেত্রে বাঁধা পড়ছে একসূত্রে। রাস্তায় বাঁশ ফেলে পরিবহন আটকে যাত্রীদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে মসজিদ-মাদ্রাসার নামে। পথচারীদের সাপ দেখিয়ে সাপুড়েদের চাঁদাবাজি যেমন বেড়েছে, তেমনি হিজড়ারাও চাঁদা তুলছে নানা হুমকি দিয়ে। ঈদকে কেন্দ্র করে দেশজুড়ে এখন যে অবিরাম চাঁদাবাজি চলছে, তার কাছে অসহায় হয়ে পড়ছে সর্বস্তরের মানুষ। পরিবার-পরিজন নিয়ে মানুষ যখন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন সশস্ত্র চাঁদাবাজদের বেপরোয়া দৌরাত্ম্যে সেই খুশি উবে যাচ্ছে। কখনো কখনো তা আতঙ্কে পরিণত হচ্ছে। এ বিষয়ে ঢাকায় বেশ কয়েকটি থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ডিবি, র্যাব ও পুলিশের বিভিন্ন দফতরে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেরই চাঁদা দিতে দিতে পুঁজিতে টান পড়ার উপক্রম। রেহাই নেই দেশের শীর্ষ ব্যবসায়ীদেরও। তারাও হাঁপিয়ে উঠেছেন চাঁদার টাকা গুনতে গুনতে। ভুক্তভোগী কোনো কোনো ব্যবসায়ী নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছেন। চাঁদাবাজদের অত্যাচারে অনেকে মোবাইল ফোনের সুইচও বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এ দুর্বৃৃত্তদের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষার যেন কেউ নেই। নাগরিকদের নিরাপত্তা রক্ষায় তাদের ট্যাক্সের টাকায় পোষা হয় পুলিশ। সেই পুলিশ সদস্যরা নিজেরাই জড়িয়ে পড়ছে চাঁদাবাজিতে। ঈদকে সামনে রেখে ছাত্র ও যুব সংগঠন নামধারীদের দুর্বৃত্তপনাও চরমে। চাঁদাবাজদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতে। প্রত্যক্ষ শিকার ব্যবসায়ীরা হলেও পরোক্ষ শিকার সাধারণ মানুষ। সভ্য সমাজের বাসিন্দা বলে নিজেদের ভাবতে হলে চাঁদাবাজ নামের দুর্বৃত্তদের রুখতেই হবে।
শিরোনাম
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
বেপরোয়া চাঁদাবাজি
ব্যবসা বাণিজ্য ও পরিবহন খাতে অস্বস্তি
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর