সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বন্ড সুবিধার অপব্যবহার

এই লুটপাটের অবসান হওয়া উচিত

বন্ড সুবিধার অপব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা দেশের বিকাশমান কাগজ শিল্পের অস্তিত্ব বিপন্ন করে তুলছে। রপ্তানিমুখী শিল্পে শতভাগ ব্যবহারের শর্তে শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত কাগজজাতীয় পণ্য অবৈধভাবে খোলাবাজারে পাচার হওয়ায় দেশের কাগজকলগুলো অসম প্রতিযোগিতার শিকার হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ কাগজের বাজার চলে যাচ্ছে ভারত, চীন, তাইওয়ান, কোরিয়া, ভিয়েতনাম থেকে আমদানি করা কাগজের দখলে। দেশের ৮৫টি কাগজকল সরকারকে সব ধরনের কর দিয়েই কাগজ উৎপাদন করছে। অন্যদিকে বিদেশ থেকে বন্ড সুবিধায় আমদানিকৃত কাগজের ওপর কোনো শুল্ক না থাকায় তার দাম স্বাভাবিকভাবে কম রাখা সম্ভব হচ্ছে। বেশকিছু দেশ কাগজ রপ্তানিতে প্রণোদনা দেওয়ায় আমদানিকৃত কাগজের দামের সঙ্গে দেশে উৎপাদিত কাগজের দামে ফারাক সৃষ্টি হচ্ছে। বন্ড সুবিধার কাগজ শুধু রপ্তানিমুখী শিল্পে ব্যবহারের শর্ত থাকলেও তা লঙ্ঘন হচ্ছে ঢালাওভাবে। শর্ত অনুযায়ী বিনা শুল্কে কাঁচামাল আমদানির পর আমদানিকারককে তা নিজস্ব বন্ডেড ওয়্যারহাউসে রেখে পুরোটাই সংশ্লিষ্ট কারখানায় পণ্য উৎপাদনে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। কোনোভাবেই খোলাবাজারে বিক্রি করা যাবে না এমন শর্তে শতভাগ রপ্তানিমুখী শিল্পের কিছু প্রতিষ্ঠানকে যে বন্ড সুবিধা দেওয়া হয়েছে তার অপব্যবহার আগ্রাসী আকার ধারণ করেছে। বন্ড সুবিধার শর্ত লঙ্ঘন করে অসাধু ব্যবসায়ীরা আর্ট কার্ড, ডুপ্লেক্স বোর্ড, কার্বনলেস পেপার, হার্ড টিস্যুসহ তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত কাগজ ও কাগজজাতীয় বিভিন্ন পণ্য আমদানি করে খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। দেশের কাগজকলগুলো অসৎ ব্যবসায়ীদের ধোঁকাবাজির শিকার হয়ে অসম প্রতিযোগিতায় পড়ে নিঃস্ব হচ্ছে। কাগজ শিল্পের উদ্যোক্তারা সব নিয়মকানুন মেনে এবং সরকারের কোষাগারে যথাযথ রাজস্ব জমা দিয়ে ব্যবসা করলেও সরকার তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। বন্ড সুবিধায় বিদেশ থেকে কাগজ আমদানি ব্যবসার আড়ালে প্রতি বছর দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলেও আশঙ্কা করা হয়। এনবিআরের একাধিক প্রতিবেদনেও বলা হয়েছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের ৮০ শতাংশই পাচার হয় ব্যবসা-বাণিজ্যের আড়ালে। শুধু বন্ড সুবিধার অপব্যবহারের কারণেই বছরে সরকার ৮৫ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বৃহত্তর জাতীয় স্বার্থেই এই লুটপাটের অবসান হওয়া দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর