বাংলাদেশের প্রান্তভাগের জনপদ টেকনাফের পরিচিতি ছিল কৃষিনির্ভর এলাকা হিসেবে। মিয়ানমার সীমান্তের পাহাড়, নদী, সাগর ঘেরা এই জনপদের লজ্জাকর নতুন পরিচিতি গড়ে উঠেছে দেশের মাদক সাম্রাজ্যের রাজধানী হিসেবে। দেশের যুবসমাজকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে ইয়াবা নামের যে মাদকদ্রব্য তা আসছে মিয়ানমার থেকে। মাদক প্রতিরোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট সক্রিয়তার পরিচয় দিলেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হচ্ছে না বজ্র আঁটুনি ফসকা গেরোর কবলে পড়ে। টেকনাফের রাজনীতির নিয়ন্ত্রক দুই শীর্ষ জনপ্রতিনিধি এবং তাদের পরিবার মাদক ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করায় আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ নজরও খুব একটা কাজে আসছে না। মাদক ব্যবসার দুই গডফাদার জনপ্রতিনিধির সাইনবোর্ড ব্যবহার করে টেকনাফের সাধারণ মানুষকেও এই ঘৃণ্য ব্যবসার সঙ্গে যেভাবে জড়িত করেছে তা অবক্ষয়ের উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। টেকনাফের মানুষ যুগ যুগ ধরে মাছ চাষ, লবণ চাষ ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন সে এলাকার হাজার হাজার মানুষের পেশা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসা। রাতারাতি ভাগ্য বদলানোর অভিলাসে তারা জড়িয়ে পড়েছে ইয়াবা নামের মাদক ব্যবসার সঙ্গে। যারা ছিল ঠেলাগাড়ির চালক মাদক ব্যবসার বদৌলতে তাদের পক্ষেও কোটি টাকার প্রাসাদ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শত কোটি টাকার মালিকও বনে গেছে এক সময়ের নিঃস্ব পরিবারের সদস্যরা। তাদের এ সমৃদ্ধির বিপরীতে দেশের যুবসমাজের জন্য সৃষ্টি হয়েছে সর্বনাশের অমানিশা। গত কয়েক বছরে দেশের লাখ লাখ তরুণ ইয়াবা নেশায় বুঁদ হয়ে নিজেকে ঠেলে দিয়েছে নিশ্চিত সর্বনাশের দিকে। সরকার মাদক নিয়ন্ত্রণে যে শতভাগ আন্তরিক তাতে সন্দেহ নেই। কিন্তু এ আপদ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করেও যে সাফল্য অর্জন করা কঠিন টেকনাফের তিক্ত অভিজ্ঞতা সে সাক্ষ্যই দিচ্ছে। দেশের যুবসমাজকে ইয়াবা নেশা থেকে রক্ষা করতে হলে এর গডফাদারদের রাজনৈতিক কানেকশন ছিন্ন করার পাশাপাশি তাদের আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো হেলাফেলার সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন