ঘাতক নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের প্রাণ বাঁচাতে বাংলাদেশি এক চিকিৎসক আবিষ্কার করেছেন অসামান্য এক পদ্ধতি। লাখ লাখ টাকা দামের ভেন্টিলেটরের বদলে মাত্র কয়েক টাকা দামের অতি সাধারণ যন্ত্রের সাহায্যে আক্রান্ত শিশুদের কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার পদ্ধতির আবিষ্কার নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের প্রাণ বাঁচাতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের একজন সাবেক চিকিৎসক নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে ব্যবহার করেছেন শ্যাম্পুর বোতল থেরাপি। শ্যাম্পুর বুদবুদ থেকে সৃষ্ট চাপ শিশুর ছোট বায়ু থলিগুলোকে খুলে রাখতে সাহায্য করে। বিবিসি বাংলায় চাঞ্চল্যকর এ আবিষ্কারের তথ্য জানিয়ে বলা হয়েছে, ১৯৯৬ সালে ডা. মোহাম্মদ জোবায়ের চিস্তি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে কর্মরত ছিলেন। শিক্ষানবিস চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের প্রথম রাতেই তিনি চোখের সামনে দেখেন তিনটি শিশুর মৃত্যু। নিজেকে এত অসহায় মনে হয়েছিল যে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ওই শিশুদের বাঁচাতে না পারার ব্যর্থতায় কেঁদেই ফেলেছিলেন। নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলেন যেভাবেই হোক নিউমোনিয়া থেকে শিশুদের বাঁচানোর চেষ্টা করবেন। প্রসঙ্গত, প্রতিবছর প্রায় নয় লাখ ২০ হাজার শিশু মারা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। নিউমোনিয়ায় আক্রান্ত হলে ফুসফুস ফুলে ওঠে, ভরে ওঠে পুঁজ বা তরল পদার্থে, যা অক্সিজেন গ্রহণে বাধা সৃষ্টি করে ও নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। উন্নত দেশগুলোর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত বাচ্চাদের ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু সেই যন্ত্রগুলোর প্রতিটির দাম ১৫ হাজার ডলার এবং যন্ত্র চালানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের হাসপাতালে এ ধরনের ব্যয়বহুল চিকিৎসা অসম্ভব হয়ে দাঁড়ায়। ডা. চিস্তির পরীক্ষায় প্রমাণিত হয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের যন্ত্রের মাধ্যমে অল্পমাত্রায় অক্সিজেন সরবরাহের চেয়েও তার আবিষ্কৃত বাবল সিপিএপি যন্ত্রের সাহায্যে চিকিৎসা করালে এ ঘাতক রোগে শিশু মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানীর এই উদ্ভাবন দুনিয়ার লাখ লাখ শিশুর জীবন রক্ষায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের এ কৃতী চিকিৎসাবিজ্ঞানীকে আমাদের অভিনন্দন।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
অনন্য এ আবিষ্কার
চিকিৎসা বিজ্ঞানী ডা. চিস্তিকে অভিনন্দন
Not defined
প্রিন্ট ভার্সন
