দেশে খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের হিসাবেই লাখ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে। ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নমনীয় নীতির কারণে ঋণ নিয়ে পরিশোধ না করার সংস্কৃতি আকাশ ছুঁতে চলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা; এর ফলে প্রথমবারের মতো অবলোপনের হিসাব বাদে খেলাপি ঋণ লাখ কোটি টাকা ছাড়াল। গত মার্চ শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৯ লাখ ৩৩ হাজার ৭২৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি। ২০১৮ সাল শেষে খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। এর মধ্যে এ বছর জানুয়ারি থেকে মার্চÑ এ তিন মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৯৬২ কোটি টাকা। মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ২০০৯ সালের শুরুতে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। আর এখন তা বেড়ে প্রায় ১ লাখ ১১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে অর্থাৎ ১০ বছর তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ গুণ। খেলাপি ঋণের হালহকিকত সম্পর্কে এটা বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক তথ্য। তবে ধারণা করা হয়, প্রকৃত খেলাপি ঋণ আরও অনেক বেশি। অনেক ব্যাংক বড় অঙ্কের ঋণ আদায় করতে পারছে না, আবার তা খেলাপি হিসেবেও চিহ্নিত করছে না। এ ছাড়া শেয়ারবাজারের অজুহাতে প্রতি বছরই ব্যাংকগুলো নানা ছাড় নিচ্ছে। এর ফলে খেলাপি ঋণের প্রকৃত তথ্য বেরিয়ে আসছে না। খেলাপি ঋণের সংস্কৃতি দেশের অর্থনীতিকে কার্যত গিলে খাচ্ছে। বিশাল অঙ্কের ঋণ খেলাপি হয়ে যাওয়ায় ব্যাংকগুলো প্রকৃত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের চাহিদা পূরণ করতে পারছে না। ফলে দেশে কাক্সিক্ষতভাবে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। খাতা-কলমে উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী। এ অকাম্য অবস্থার অবসানে ঋণখেলাপিদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়ার যৌক্তিকতা থাকলেও সরকার ও ব্যাংকগুলো সে পথে হাঁটছে না। ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকারের হুমকি-ধমকি থাকলেও কার্যত তাদের জামাই আদরে পোষা হচ্ছে। দেশের অর্থনীতির স্বার্থেই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের কাছ থেকে অর্থ আদায়ে নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
আকাশছোঁয়া খেলাপি ঋণ
এই সংস্কৃতির অবসান কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর