দেশে খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের হিসাবেই লাখ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে। ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নমনীয় নীতির কারণে ঋণ নিয়ে পরিশোধ না করার সংস্কৃতি আকাশ ছুঁতে চলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা; এর ফলে প্রথমবারের মতো অবলোপনের হিসাব বাদে খেলাপি ঋণ লাখ কোটি টাকা ছাড়াল। গত মার্চ শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৯ লাখ ৩৩ হাজার ৭২৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি। ২০১৮ সাল শেষে খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। এর মধ্যে এ বছর জানুয়ারি থেকে মার্চÑ এ তিন মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৯৬২ কোটি টাকা। মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ২০০৯ সালের শুরুতে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। আর এখন তা বেড়ে প্রায় ১ লাখ ১১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে অর্থাৎ ১০ বছর তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ গুণ। খেলাপি ঋণের হালহকিকত সম্পর্কে এটা বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক তথ্য। তবে ধারণা করা হয়, প্রকৃত খেলাপি ঋণ আরও অনেক বেশি। অনেক ব্যাংক বড় অঙ্কের ঋণ আদায় করতে পারছে না, আবার তা খেলাপি হিসেবেও চিহ্নিত করছে না। এ ছাড়া শেয়ারবাজারের অজুহাতে প্রতি বছরই ব্যাংকগুলো নানা ছাড় নিচ্ছে। এর ফলে খেলাপি ঋণের প্রকৃত তথ্য বেরিয়ে আসছে না। খেলাপি ঋণের সংস্কৃতি দেশের অর্থনীতিকে কার্যত গিলে খাচ্ছে। বিশাল অঙ্কের ঋণ খেলাপি হয়ে যাওয়ায় ব্যাংকগুলো প্রকৃত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের চাহিদা পূরণ করতে পারছে না। ফলে দেশে কাক্সিক্ষতভাবে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। খাতা-কলমে উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী। এ অকাম্য অবস্থার অবসানে ঋণখেলাপিদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়ার যৌক্তিকতা থাকলেও সরকার ও ব্যাংকগুলো সে পথে হাঁটছে না। ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকারের হুমকি-ধমকি থাকলেও কার্যত তাদের জামাই আদরে পোষা হচ্ছে। দেশের অর্থনীতির স্বার্থেই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের কাছ থেকে অর্থ আদায়ে নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
আকাশছোঁয়া খেলাপি ঋণ
এই সংস্কৃতির অবসান কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর