দুষ্টের দমন শিষ্টের পালন পুলিশের কর্তব্য বলেই বিবেচিত হওয়া উচিতÑ এ বিষয়ে দ্বিমত পোষণের অবকাশ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি পুলিশের কিছু সদস্যের নেতিবাচক অবস্থান এ বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। যেমনটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করতে গেলে অভিযোগকারীদের হেনস্তা করার ঘটনায়। কালকিনির ওই কিশোরীকে রবিবার রাতে বাড়ি থেকে ডেকে পাশের পাট খেতে নিয়ে ধর্ষণ করে একই এলাকার ওয়ারেশ খানের ছেলে রাজীব খান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রাজীবকে আটকে রেখে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই বেল্লালসহ পাঁচ পুলিশ সদস্য এসে উল্টো কিশোরী ও তার স্বজনদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। অভিযুক্ত রাজীবকে উদ্ধার করে পুলিশ নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। এ ঘটনায় সোমবার থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে মীমাংসার কথা বলে দিনভর বসিয়ে রাখে। রাতে পুলিশ সুপারের হস্তক্ষেপে মামলা নেয় কালকিনি থানা। ভিকটিম কিশোরীর অভিযোগ, পুলিশ তাকে চড়-থাপ্পড় মেরেছে। তার আত্মীয়স্বজনকেও মারধর করেছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা অবশ্য অভিযোগকারী এবং তার আত্মীয়স্বজনের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে কার বক্তব্য সঠিক তা যথাযথ তদন্তেই উদ্ঘাটন হতে পারে। তবে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অবস্থান যে খুব একটা স্বচ্ছ নয়, মামলা নেওয়ার ব্যাপারে অনীহা এবং রাতে পুলিশ সুপারের হস্তক্ষেপে মামলা নেওয়া তারই প্রমাণ। ধর্ষণ-জাতীয় গুরুতর অপরাধের মামলা করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে নতুন নয়। ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যার দিকে তাকালেও সে বিষয়টি স্পষ্ট হবে। ক্ষমতাধর অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করতে গিয়ে নুসরাত হেনস্তার শিকার হয়েছিলেন সোনাগাজী থানায়। গুটিকয় অসৎ সদস্যের জন্য পুলিশের ভাবমূর্তি কতটা বিপন্ন হয়ে পড়ছে এটি তার প্রকৃষ্ট উদাহরণ। আমরা আশা করব কালকিনিতে পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখা হবে। ব্যক্তির অসংগত আচরণের দায় যাতে পুলিশের ওপর না চাপে সে বিষয়টি নিশ্চিত করা হবে। দুষ্টের দমন শিষ্টের পালন ব্রতকে যারা পদদলিত করে পুলিশের ভাবমূর্তির সংকট সৃষ্টি করছে তাদের সামাল দেওয়া হবে।
শিরোনাম
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
ধর্ষিতাকে হেনস্তা
অভিযোগটি খতিয়ে দেখুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর