প্রধানমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণের বাজেট হিসেবে অভিহিত করেছেন। বাজেটে কালো টাকা সাদা করা প্রসঙ্গে বলেছেন, এ টাকা যাতে বিদেশে পাচার হয়ে না যায় তা নিশ্চিত করতে এমন সুযোগ দেওয়া হয়েছে। অতীতের সব সরকার এমন সুযোগ দিয়েছে। তার সরকারের আমলের বিভিন্ন বাজেটেও তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের ৩ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বর্তমানে দেশে কর্মসংস্থানের সুযোগ আছে বলেই ধান কাটার লোক পাওয়া যায় না, এমন কথাও বলেছেন প্রধানমন্ত্রী। স্পষ্ট করেছেন কর্মসংস্থান মানে চাকরি নয়। ১৬ কোটি মানুষকে চাকরি দেওয়া সম্ভবও নয়। সরকার দেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল করছে তা বাস্তবায়ন হলে চাকরি ছাড়াও নানাভাবে কর্মসংস্থানের সুযোগ হবে। প্রধানমন্ত্রী সমালোচকদের বক্তব্য নাকচ করে বলেছেন, ভালো না লাগা পার্টি যারা তাদের কোনো কিছুই ভালো লাগবে না। আমাদের দেশের কিছু লোক আছেন মানসিক অসুস্থতার কারণে কিছুই তাদের ভালো লাগে না। বাজেটের সুফল একেবারে গ্রামের মানুষের কাছে পৌঁছাবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছর বাজেট পেশ এবং ঐতিহ্য অনুযায়ী বাজেটোত্তর সংবাদ সম্মেলন দুটিতেই ব্যতিক্রম ঘটেছে। অর্থমন্ত্রী অসুস্থ থাকায় সংসদে বাজেট পেশ করলেও তা পাঠ করতে তার কষ্ট হচ্ছিল। এ অবস্থায় প্রধানমন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতার অসমাপ্ত অংশ নিজে পাঠ করেন। পরদিন শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেন। সন্দেহ নেই, বাজেট প্রণয়ন একটি সামগ্রিক কাজ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই অর্থমন্ত্রী তা প্রণয়ন করেন ও সংসদে পেশ করেন। সেদিক থেকে বাজেট পেশ ও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারপ্রধানের অংশগ্রহণ বাজেট সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্টভাবে জানার সুযোগ সৃষ্টি করেছে। এদিক থেকে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য বাড়তি তাৎপর্যের দাবিদার। আমরা আশা করব সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকার বাজেটের কল্যাণমূলক বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট করবে। সেজন্য সকল পর্যায়ে প্রয়োজন সুশাসন; যা নিশ্চিত করাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নেবে- আমরা এমনটিই দেখতে চাই। দেশের সাড়ে ১৬ কোটি মানুষের প্রত্যাশাও অভিন্ন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
‘জনকল্যাণের জন্য বাজেট’
সুশাসনও নিশ্চিত করতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর