প্রধানমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণের বাজেট হিসেবে অভিহিত করেছেন। বাজেটে কালো টাকা সাদা করা প্রসঙ্গে বলেছেন, এ টাকা যাতে বিদেশে পাচার হয়ে না যায় তা নিশ্চিত করতে এমন সুযোগ দেওয়া হয়েছে। অতীতের সব সরকার এমন সুযোগ দিয়েছে। তার সরকারের আমলের বিভিন্ন বাজেটেও তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের ৩ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বর্তমানে দেশে কর্মসংস্থানের সুযোগ আছে বলেই ধান কাটার লোক পাওয়া যায় না, এমন কথাও বলেছেন প্রধানমন্ত্রী। স্পষ্ট করেছেন কর্মসংস্থান মানে চাকরি নয়। ১৬ কোটি মানুষকে চাকরি দেওয়া সম্ভবও নয়। সরকার দেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল করছে তা বাস্তবায়ন হলে চাকরি ছাড়াও নানাভাবে কর্মসংস্থানের সুযোগ হবে। প্রধানমন্ত্রী সমালোচকদের বক্তব্য নাকচ করে বলেছেন, ভালো না লাগা পার্টি যারা তাদের কোনো কিছুই ভালো লাগবে না। আমাদের দেশের কিছু লোক আছেন মানসিক অসুস্থতার কারণে কিছুই তাদের ভালো লাগে না। বাজেটের সুফল একেবারে গ্রামের মানুষের কাছে পৌঁছাবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছর বাজেট পেশ এবং ঐতিহ্য অনুযায়ী বাজেটোত্তর সংবাদ সম্মেলন দুটিতেই ব্যতিক্রম ঘটেছে। অর্থমন্ত্রী অসুস্থ থাকায় সংসদে বাজেট পেশ করলেও তা পাঠ করতে তার কষ্ট হচ্ছিল। এ অবস্থায় প্রধানমন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতার অসমাপ্ত অংশ নিজে পাঠ করেন। পরদিন শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেন। সন্দেহ নেই, বাজেট প্রণয়ন একটি সামগ্রিক কাজ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই অর্থমন্ত্রী তা প্রণয়ন করেন ও সংসদে পেশ করেন। সেদিক থেকে বাজেট পেশ ও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারপ্রধানের অংশগ্রহণ বাজেট সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্টভাবে জানার সুযোগ সৃষ্টি করেছে। এদিক থেকে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য বাড়তি তাৎপর্যের দাবিদার। আমরা আশা করব সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকার বাজেটের কল্যাণমূলক বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট করবে। সেজন্য সকল পর্যায়ে প্রয়োজন সুশাসন; যা নিশ্চিত করাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নেবে- আমরা এমনটিই দেখতে চাই। দেশের সাড়ে ১৬ কোটি মানুষের প্রত্যাশাও অভিন্ন।
শিরোনাম
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
‘জনকল্যাণের জন্য বাজেট’
সুশাসনও নিশ্চিত করতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর