দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা হত্যার ৪৮ বছর পর বিচার পেল তাদের পরিবার। মুক্তিযুদ্ধকালে নৃশংসভাবে নিহত হন এই দানবীর ও তার ছেলে। রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহাকে হত্যাসহ গণহত্যার তিন ঘটনায় জড়িত থাকার দায়ে টাঙ্গাইলের মাহবুবুর রহমানকে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে। সত্তর বছর বয়সী মাহবুবুর একাত্তরে মির্জাপুর শান্তি কমিটির সভাপতি বৈরাটিয়াপাড়ার আবদুল ওয়াদুদের ছেলে। তিনি ও তার ভাই আবদুল মান্নান সে সময় রাজাকার বাহিনীতে যোগ দিয়ে যেসব মানবতাবিরোধী অপরাধ ঘটান, তা উঠে এসেছে এ মামলার বিচারে। ২৩৫ পৃষ্ঠার রায়ে ট্রাইব্যুনাল বলেছে, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অপহরণ, আটকে রেখে নির্যাতন, হত্যা-গণহত্যার তিন অভিযোগেই মাহবুবুরকে সর্বোচ্চ সাজা দিয়েছে আদালত। ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করতে বলা হয়েছে রায়ে। রণদা প্রসাদ সাহা ও তার ছেলের হত্যাকান্ডের বিচারের মাধ্যমে প্রায় অর্ধশতাব্দী পার হলেও হত্যাকারীদের শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। দেশের মানুষের সেবায় নিবেদিতপ্রাণ আর পি সাহাকে হত্যা করতে যাদের বিবেক বাধা দেয়নি, তারা দীর্ঘকাল ছিলেন ধরাছোঁয়ার বাইরে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, রণদা প্রসাদ সাহা ছিলেন মহান দানবীর ও অগ্রসর ব্যক্তি। তার কাজ তাকে দেশে ও বিদেশে স্বীকৃতি এনে দিয়েছে, যা বিতর্কের ঊর্ধ্বে। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে তিনি অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। হিন্দুধর্মাবলম্বীদের নির্মূল করার পরিকল্পনা থেকেই রণদা প্রসাদ সাহাকে হত্যা করা হয়। আসামি তার রাজাকার দোসর ও পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগে এসব অপরাধ করেছেন, এর সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। রণদা প্রসাদের বর্বর হত্যাকান্ড তার বিশ্বাস ও সৎ চিন্তার বিনাশ করতে পারেনি। তিনি নিজের জীবন ও অর্জিত সম্পদ মানবতার কল্যাণে এবং শিক্ষার প্রসারে ব্যয় করেছেন। এই অবদান ও মহৎ কাজের মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আদালতের এই পর্যবেক্ষণে প্রকারান্তরে একজন মহৎ মানুষের অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে, যা অভিনন্দনযোগ্য।
শিরোনাম
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি