দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে অচলাবস্থা নামের ভূতের আসর। শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে পড়াশোনা স্তব্ধ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বুয়েট শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও সমস্যার জট খোলেনি আস্থার সংকটের কারণে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংকট আরও জোরদার হয়েছে সরকারের পক্ষ থেকে হার্ডলাইন অনুসরণের সিদ্ধান্তে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের চার্জশিট প্রস্তুত হয়েছে বলে আভাস দেওয়া হয়েছে। এক মাসেরও কম সময়ে মামলার তদন্ত শেষ করেছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এখনো থমকে আছে বিশ্ববিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক কার্যক্রম। চলমান সেমিস্টারের ক্লাস শেষে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তা থেকে বিরত রয়েছেন। আবরার হত্যাকান্ডের পর ১০ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে নিলেও তারা এখন তিনটি ইস্যু সামনে রেখে পরীক্ষা থেকে বিরত রয়েছেন, আবরার হত্যার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা, সম্প্রতি দুটি হলে সংঘটিত র্যাগের ঘটনায় জড়িতদের প্রাতিষ্ঠানিক শাস্তি নিশ্চিত ও বুয়েটে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িতদের শাস্তির বিধান প্রণয়ন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দুই হলের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে কুয়েট। ফুটবল খেলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি এ ধাওয়ার ঘটনা ঘটে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় দেশবাসীর ট্যাক্সের টাকায়। শিক্ষার্থীদের কাছ থেকে যে বেতন আদায় করা হয় তা দিয়ে বড়জোর ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। কিন্তু সংকট বেঁধেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র রাজনীতির কুশীলবদের কারণে। তাদের ভাগ্য গড়ার হিসাব-নিকাশের কারণে। এ সংকট উত্তরণে উপাচার্য পদে সত্যিকারের যোগ্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষকরা শিক্ষার বদলে মোসাহেবিতে ব্যস্ত থাকবেন- এই নোংরা সংস্কৃতির অবসান ঘটাতে হবে। ছাত্র সংগঠনের নামে কেউ যাতে পেশাদার দুর্বৃত্তদের সংগঠন গড়ে তুলতে না পারে, সে নিশ্চয়তাও জরুরি।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
শিক্ষাঙ্গনে অস্থিরতা
অপ্রত্যাশিত অবস্থার অবসান হোক
প্রিন্ট ভার্সন
