বুলবুল এক সুকণ্ঠী পাখির নাম। বুলবুলের নাম মনে এলেই প্রশান্তির ছোঁয়া অনুভূত হয়। তার পরও বুলবুল সম্পর্কে দেশের উপকূলভাগের লাখ লাখ মানুষ আতঙ্কের মধ্যে। বিশেষ করে সাগরে যারা মাছ ধরে জীবিকা অর্জন করেন তাদের জন্য বুলবুল ইতিমধ্যে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। মাছ ধরা বাদ দিয়ে তারা ট্রলার নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলভাগে। বুলবুল এক ঘূর্ণিঝড়ের নাম। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া এ ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, ঘূর্ণিঝড়টি রবিবার ভোরের আগেই বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এজন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে শুক্রবার ভোর ৬টা থেকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে চলাচল না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরেকটু ডান দিকে ঘুরে খুলনা-বরিশাল উপকূলীয় অঞ্চলের ওপর শনিবার মধ্যরাতে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় বলয়ে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলে চলে আসার আগে তা কিছুটা দুর্বল হয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিডরের সময় বাতাসের গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার। বুলবুলের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকা মেঘাচ্ছন্ন ও উপকূলীয় অঞ্চলে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার সময় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। বুলবুল বাংলাদেশে ছোবল হানবে কিনা তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এতটাই উত্তাল হয়ে উঠেছে যে, জেলেদের অবস্থা এখন পালাই পালাই। কমবেশি একই ধরনের আতঙ্ক থাবা বিস্তার করছে উপকূলভাগের জনপদে। যেজন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে। উপকূলভাগের হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় ও ত্রাণ তৎপরতার ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
ঘূর্ণিঝড় বুলবুল
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর