বুলবুল এক সুকণ্ঠী পাখির নাম। বুলবুলের নাম মনে এলেই প্রশান্তির ছোঁয়া অনুভূত হয়। তার পরও বুলবুল সম্পর্কে দেশের উপকূলভাগের লাখ লাখ মানুষ আতঙ্কের মধ্যে। বিশেষ করে সাগরে যারা মাছ ধরে জীবিকা অর্জন করেন তাদের জন্য বুলবুল ইতিমধ্যে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। মাছ ধরা বাদ দিয়ে তারা ট্রলার নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলভাগে। বুলবুল এক ঘূর্ণিঝড়ের নাম। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া এ ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, ঘূর্ণিঝড়টি রবিবার ভোরের আগেই বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এজন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে শুক্রবার ভোর ৬টা থেকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে চলাচল না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরেকটু ডান দিকে ঘুরে খুলনা-বরিশাল উপকূলীয় অঞ্চলের ওপর শনিবার মধ্যরাতে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় বলয়ে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলে চলে আসার আগে তা কিছুটা দুর্বল হয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিডরের সময় বাতাসের গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার। বুলবুলের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকা মেঘাচ্ছন্ন ও উপকূলীয় অঞ্চলে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার সময় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। বুলবুল বাংলাদেশে ছোবল হানবে কিনা তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এতটাই উত্তাল হয়ে উঠেছে যে, জেলেদের অবস্থা এখন পালাই পালাই। কমবেশি একই ধরনের আতঙ্ক থাবা বিস্তার করছে উপকূলভাগের জনপদে। যেজন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে। উপকূলভাগের হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় ও ত্রাণ তৎপরতার ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
ঘূর্ণিঝড় বুলবুল
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর