বুলবুল এক সুকণ্ঠী পাখির নাম। বুলবুলের নাম মনে এলেই প্রশান্তির ছোঁয়া অনুভূত হয়। তার পরও বুলবুল সম্পর্কে দেশের উপকূলভাগের লাখ লাখ মানুষ আতঙ্কের মধ্যে। বিশেষ করে সাগরে যারা মাছ ধরে জীবিকা অর্জন করেন তাদের জন্য বুলবুল ইতিমধ্যে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। মাছ ধরা বাদ দিয়ে তারা ট্রলার নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলভাগে। বুলবুল এক ঘূর্ণিঝড়ের নাম। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া এ ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, ঘূর্ণিঝড়টি রবিবার ভোরের আগেই বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এজন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে শুক্রবার ভোর ৬টা থেকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে চলাচল না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরেকটু ডান দিকে ঘুরে খুলনা-বরিশাল উপকূলীয় অঞ্চলের ওপর শনিবার মধ্যরাতে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় বলয়ে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলে চলে আসার আগে তা কিছুটা দুর্বল হয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিডরের সময় বাতাসের গতিবেগ ছিল ২২৩ কিলোমিটার। বুলবুলের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকা মেঘাচ্ছন্ন ও উপকূলীয় অঞ্চলে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার সময় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। বুলবুল বাংলাদেশে ছোবল হানবে কিনা তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এতটাই উত্তাল হয়ে উঠেছে যে, জেলেদের অবস্থা এখন পালাই পালাই। কমবেশি একই ধরনের আতঙ্ক থাবা বিস্তার করছে উপকূলভাগের জনপদে। যেজন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে। উপকূলভাগের হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় ও ত্রাণ তৎপরতার ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
ঘূর্ণিঝড় বুলবুল
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর