আজকের দুনিয়ায় অসুখ-বিসুখকেও কোনো দেশের নিছক একক সমস্যা বলে ভাবার যে সুযোগ নেই করোনাভাইরাসের প্রভাব তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এ ভাইরাসে প্রধানত চীন বিপন্ন অবস্থার শিকার হলেও তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বিধ্বংসী এ ভাইরাস বিশ্বের সব দেশের মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। চীন করোনাভাইরাসবিরোধী যুদ্ধে তার দেশের একটি এলাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তার পরও মিলছে না স্বস্তি। বাংলাদেশসহ যেসব দেশে এ ঘাতক ভাইরাস এখনো থাবা বিস্তার করতে পারেনি সেসব দেশও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের সঙ্গে আমদানি-রপ্তানিতে ধস নামার কারণে। আশঙ্কা করা হচ্ছে, চীনে করোনাভাইরাসের প্রভাব আরও দীর্ঘায়িত হলে বাংলাদেশের আমদানি-রপ্তানির চলমান সাপ্লাই চেইনেও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। দেশের পোশাকশিল্পের ৩০ থেকে ৪০ শতাংশ উপকরণ ও মেশিনারিজের জন্য বাংলাদেশ চীনের ওপর নির্ভরশীল। পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো নির্মাণের সঙ্গে চীনের সংশ্লিষ্টতা থাকায় এসব প্রকল্প কতটা এগিয়ে নেওয়া যাবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে যেসব প্রকল্পে চীনারা জড়িত সেগুলো থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস থেকে সম্প্র্রতি এ বিষয়ে সতর্ক করে একটি জরুরি মেইল পাঠানো হয়েছে সরকারের কাছে। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলের ওই মেইলে উল্লেখ করা হয়, চীনের উল্লেখযোগ্যসংখ্যক কর্মী ও বিশেষজ্ঞ পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দেশের বৃহত্তম অবকাঠামোগুলোর বাস্তবায়ন সময়মতো শেষ করা নিয়ে চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। চীনের নাগরিকদের চলাচল এরই মধ্যে সীমিত করা হয়েছে বিশ্বপরিসরে। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশটির বাণিজ্য খাতে করোনাভাইরাস যে উদ্বেগ তৈরি করেছে, তা তুলে ধরে মেইলে বলা হয়, ভাইরাসের ভয়াবহতা চীনের সামগ্রিক সাপ্লাই চেইনে আঘাত করেছে, যা বাংলাদেশের বহির্বাণিজ্যে নেতিবাচক প্রভাবের পাশাপাশি দেশের সাপ্লাই চেইনেও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। কারণ, বাংলাদেশের সামগ্রিক আমদানির ২৫ থেকে ২৮ শতাংশ আসে চীন থেকে। তৈরি পোশাকশিল্পও চীনা পণ্যের ওপর অনেকাংশে নির্ভরশীল। এ সংকট মোকাবিলায় সরকারকে সুপরিকল্পিতভাবে এগোতে হবে। নিতে হবে সব ক্ষেত্রে সঠিক ও সুচিন্তিত পদক্ষেপ।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
ব্যবসায়ে বিসংবাদ
ভাইরাসজনিত মন্দদশা রুখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর