আজকের দুনিয়ায় অসুখ-বিসুখকেও কোনো দেশের নিছক একক সমস্যা বলে ভাবার যে সুযোগ নেই করোনাভাইরাসের প্রভাব তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এ ভাইরাসে প্রধানত চীন বিপন্ন অবস্থার শিকার হলেও তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বিধ্বংসী এ ভাইরাস বিশ্বের সব দেশের মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। চীন করোনাভাইরাসবিরোধী যুদ্ধে তার দেশের একটি এলাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তার পরও মিলছে না স্বস্তি। বাংলাদেশসহ যেসব দেশে এ ঘাতক ভাইরাস এখনো থাবা বিস্তার করতে পারেনি সেসব দেশও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের সঙ্গে আমদানি-রপ্তানিতে ধস নামার কারণে। আশঙ্কা করা হচ্ছে, চীনে করোনাভাইরাসের প্রভাব আরও দীর্ঘায়িত হলে বাংলাদেশের আমদানি-রপ্তানির চলমান সাপ্লাই চেইনেও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। দেশের পোশাকশিল্পের ৩০ থেকে ৪০ শতাংশ উপকরণ ও মেশিনারিজের জন্য বাংলাদেশ চীনের ওপর নির্ভরশীল। পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো নির্মাণের সঙ্গে চীনের সংশ্লিষ্টতা থাকায় এসব প্রকল্প কতটা এগিয়ে নেওয়া যাবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে যেসব প্রকল্পে চীনারা জড়িত সেগুলো থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস থেকে সম্প্র্রতি এ বিষয়ে সতর্ক করে একটি জরুরি মেইল পাঠানো হয়েছে সরকারের কাছে। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলের ওই মেইলে উল্লেখ করা হয়, চীনের উল্লেখযোগ্যসংখ্যক কর্মী ও বিশেষজ্ঞ পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দেশের বৃহত্তম অবকাঠামোগুলোর বাস্তবায়ন সময়মতো শেষ করা নিয়ে চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। চীনের নাগরিকদের চলাচল এরই মধ্যে সীমিত করা হয়েছে বিশ্বপরিসরে। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশটির বাণিজ্য খাতে করোনাভাইরাস যে উদ্বেগ তৈরি করেছে, তা তুলে ধরে মেইলে বলা হয়, ভাইরাসের ভয়াবহতা চীনের সামগ্রিক সাপ্লাই চেইনে আঘাত করেছে, যা বাংলাদেশের বহির্বাণিজ্যে নেতিবাচক প্রভাবের পাশাপাশি দেশের সাপ্লাই চেইনেও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। কারণ, বাংলাদেশের সামগ্রিক আমদানির ২৫ থেকে ২৮ শতাংশ আসে চীন থেকে। তৈরি পোশাকশিল্পও চীনা পণ্যের ওপর অনেকাংশে নির্ভরশীল। এ সংকট মোকাবিলায় সরকারকে সুপরিকল্পিতভাবে এগোতে হবে। নিতে হবে সব ক্ষেত্রে সঠিক ও সুচিন্তিত পদক্ষেপ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ব্যবসায়ে বিসংবাদ
ভাইরাসজনিত মন্দদশা রুখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর