বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা চুরিকে পুকুরচুরির সঙ্গে তুলনা করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গঠিত বিদ্যুৎ ও জ্বালানি অভিযোগ অনুসন্ধান ও গবেষণা কমিশন। কমিশন বলেছে, ওই কয়লাখনি থেকে দেড় লাখ নয়, সাড়ে ৫ লাখ টন কয়লা চুরি হয়েছে। এর আগে সরকারি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, কয়লা চুরি হয়েছে ১ লাখ ৪৪ হাজার টন। এ-সংক্রান্ত মামলা চলমান। তদন্তে কমিশন ২৭ ধরনের অসংগতি পেয়েছে। এটিকে রীতিমতো পুকুরচুরি বলে অভিহিত করে এর সঙ্গে জড়িত সব পক্ষকে বিচারের আওতায় নিয়ে আসার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে দেড় শতাংশ বা ১ লাখ ৬১ হাজার টন প্রথাগত সিস্টেম লস ধরে অন্তত ৫ লাখ ৪৮ হাজার টন কয়লা চুরি হয়েছে বলে জানানো হয়। আর বিসিএমসিএল ও পেট্রোবাংলার দাবি খোয়া যাওয়া ১ লাখ ৪৪ হাজার কয়লা প্রথাগত লোকসান। ক্যাবের কমিশনের মতে, বেশি করে প্রথাগত লোকসান ধরার পরও চুরি যাওয়া কয়লার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ৫ লাখ টন। তদন্ত প্রতিবেদনে চীনা কনসোর্টিয়ামের সঙ্গে কয়লা কেনার চুক্তিতে অসংগতি, কোল ইয়ার্ডে কয়লা না থাকা সত্ত্বেও কয়লা আছে বলে মিথ্যা তথ্য দেওয়া, অনধিক ১০ শতাংশ ময়েশ্চারে কয়লা সরবরাহ করার পরিবর্তে গড়ে ১৫ শতাংশের বেশি ময়েশ্চার দেখিয়ে বিক্রি ও এখতিয়ারবিহীন সুপারিশের ভিত্তিতে ইস্যুকৃত ডিওর মাধ্যমে খনি এলাকায় কালোবাজার তৈরিসহ মোট ২৭ ধরনের অনিয়ম ও অসংগতি তুলে ধরা হয়। এসব অনিয়মের বিচার ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডকে (বিসিএমসিএল) দুর্নীতিমুক্ত করতে ১৩টি সুপারিশও দিয়েছে কমিশন। বড়পুকুরিয়া কয়লাখনি একটি জাতীয় সম্পদ। দেশ ও জাতির কল্যাণে এ সম্পদ ব্যবহার হবেÑ এমনটিই প্রত্যাশা করা হয়। কিন্তু তার বদলে বেপরোয়া চৌর্যবৃত্তির শিকার হয়েছে এ কয়লাখনির কয়লা। গুটিকয় অসৎ কর্মকর্তা-কর্মচারীর কারণে প্রতিষ্ঠানটির সুনামও জিম্মি হয়ে পড়েছে। আমরা আশা করব, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ক্যাবের প্রতিবেদনটিকে গুরুত্বের সঙ্গে নেবে। কয়লাখনির দুর্নীতির সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে- এমনটিও প্রত্যাশিত। বিসিএমসিএলকে দুর্নীতিমুক্ত করাকে চ্যালেঞ্জ হিসেবেও নেওয়া হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা