ডাকাতদের কবলে পড়েছে ডাকাতিয়া। ডাকাতিয়া একটি নদীর নাম। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার ওপর দিয়ে প্রবাহিত এ নদী দখল ও দূষণে অস্তিত্ব হারাতে বসেছে। শুষ্ক মৌসুমে ডাকাতিয়া প্রায় শুকিয়ে যায়। নদীতে তখন থাকে হাঁটুপানি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট নদীর মতো অবস্থাই দাঁড়ায় তার। বৈশাখে যার হাঁটুজল থাকে। ডাকাতিয়া নদীতে এ চৈত্র শেষে সে অবস্থা দাঁড়িয়েছে। ডাকাতিয়া নদী কুমিল্লার ঐতিহ্যের অনুষঙ্গ। বর্ষায় নদীর কলতানে মুখরিত হয় পুরো এলাকা। ইরি-বোরো মৌসুমে নদীর দুই পাড়ের হাজার হাজার কৃষকের একমাত্র ভরসা ডাকাতিয়া। এ নদীতে দখল-দূষণের পাশাপাশি ফিল্মিস্টাইলে মাটি ডাকাতি চলছে। বর্ষায় প্রবল স্রোত থাকলেও শুষ্ক মৌসুমে বুকে পলি জমে পানিশূন্য হয়ে পড়ে নদী। ডাকাতিয়ার পানি কমতে থাকার সুযোগে বিভিন্ন স্থানে অসাধু চক্র কোনো অনুমতি ছাড়াই ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিচ্ছে। এ-সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসন তৎক্ষণাৎ অ্যাকশনে গেলেও তারা সরে যাওয়ার পর পুনরায় মাটি ডাকাতির হিড়িক পড়ে যায়। চলতি শুষ্ক মৌসুমে বিভিন্ন স্থানে ডাকাতিয়া প্রায় শুকিয়ে যাওয়ায় নদীর দুই পাড়ে নজর পড়েছে মাটি ডাকাতদের। লাকসাম পৌরশহরের বাতাখালী, কলেজ রোড, উত্তর বাজার, পেয়ারাপুর, উপজেলার চুনাতি, সাতবাড়িয়া, ইছাপুরা, সিংজোড়, হামিরাবাগ, কালিয়াপুর এবং মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। শুধু ডাকাতিয়া নয়, দেশের সব নদ-নদীই লুটেরা ও ডাকাতদের অসহায় শিকার। তারা নদ-নদীর যেখান-সেখান থেকে বালু তুলে ভারসাম্য নষ্ট করছে। নদ-নদীর পাড় কেটে মাটি ডাকাতি করে নিয়ে যাচ্ছে। কুমিল্লার তিন উপজেলার ঐতিহ্যের অনুষঙ্গ ডাকাতিয়া নদী। এলাকার চাষাবাদ যেমন এ নদীর ওপর নির্ভরশীল তেমন পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে রয়েছে সম্পর্ক। ডাকাতিয়া নদী রক্ষায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত। সমন্বিত সামাজিক উদ্যোগ নিয়ে নদী খননের ব্যবস্থাও করা যেতে পারে। নদী থেকে যে মাটি পাওয়া যাবে তা বিক্রি করে উঠতে পারে খরচের টাকা। নদীর গভীরতা বাড়লে বছরজুড়ে পানির ধারণ ক্ষমতাও বাড়বে।
শিরোনাম
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের