মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

মানুষ মানুষের জন্য

বসুন্ধরা গ্রুপের উদ্যোগ অনুকরণীয়

মানুষ মানুষের জন্য- এই মানবিক চেতনায় বিপন্ন মানবতার সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। করোনাভাইরাসের চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৫ হাজার বেডের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজধানীর চারটি ওয়ার্ডের ঘরবন্দী হতদরিদ্র ২ হাজার পরিবারের জন্য খাবার বিতরণ করছে বসুন্ধরা গ্রুপ। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আইসিসিবিতে ৫ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার যে প্রস্তাব দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাতে প্রধানমন্ত্রী প্রাথমিক সম্মতি জানিয়েছেন। বসুন্ধরা গ্রুপের এ-সংক্রান্ত দেওয়া চিঠির জবাবে বলা হয়েছে, কীভাবে হাসপাতাল হবে তা খুব দ্রুত চূড়ান্ত হবে। করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় চীনের উহানে রাতারাতি তিনটি হাসপাতাল গড়ে তোলা হয়। যেগুলোর শয্যাসংখ্যা ছিল সাড়ে ৩ হাজার। আইসিসিবিতে হাসপাতাল করা হলে ৫ হাজার শয্যা স্থাপন করা সম্ভব হবে। অবকাঠামো এবং সার্বিক সুযোগ-সুবিধা থাকায় নতুন করে হাসপাতাল তৈরির সময় ও অর্থের অপচয় দুটিই কমবে। সরকার চাইলেই হাসপাতাল স্থাপনের জন্য আইসিসিবির নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়া হবে। বসুন্ধরা গ্রুপ যে কোনো জাতীয় দুর্যোগে গণমানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতে বারবার বানভাসি কিংবা শীতার্ত মানুষের প্রতি সহায়তার হাত বাড়ানোকে অবশ্য-পালনীয় কর্তব্য ভেবেছে এই শিল্প গোষ্ঠী। এরই ধারাবাহিকতায় মানব ইতিহাসের অন্যতম বিপর্যয়ের মুখে দেশবাসীর পাশে দাঁড়ানোর ঔদার্য দেখিয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের ১৭ কোটি মানুষ এখন ঘরবন্দী। কয়েক কোটি গরিব মানুষ এ মুহূর্তে খাদ্যাভাবের শিকার। শুধু সরকারের একার পক্ষে এ পরিস্থিতি মোকাবিলা করা যে সম্ভব নয় তা এক বাস্তবতা। এটি মনে রেখেই বসুন্ধরা গ্রুপ দেশ ও জনগণের পাশে দাঁড়ানোর যে নজির রেখেছে তা অন্য সবার জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর