ঈদের আগে অগ্রিম বেতন এবং পূর্ণ বোনাসের দাবিতে পাঁচ হাজারেরও বেশি পোশাক শ্রমিক বুধবার পোস্তগোলা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। অবরোধের কারণে আটকা পড়ে যায় বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। পুলিশ শ্রমিকদের অবরোধ উঠিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তাতে তারা পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকরাও এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। শ্রমিকদের অভিযোগ তাদের এ বছর ৫০ শতাংশ বোনাস দেওয়া হয়েছে। যে কারণে ক্ষোভের সৃষ্টি। পুলিশ সূত্রে বলা হয়, মালিকপক্ষ শ্রমিকদের ৫০ শতাংশ বোনাস দিয়েছেন। এরপরও তারা চলতি মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। অথচ এ বেতন আগামী মাসে সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা। কিন্তু শ্রমিকরা এটি মানছিলেন না। কয়েকবার সড়ক ছেড়ে দেওয়ার কথা বললেও তারা রাজি না হলে পরে পুলিশ অ্যাকশনে যায়। গাজীপুরে শতভাগ ঈদ বোনাসসহ চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে বুধবার দিনভর বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় এক কারখানার কয়েক কর্মকর্তাকে লাঞ্ছিত করে বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের সড়কগুলো অবরোধ ও ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেতন ও বোনাস নিয়ে শ্রমিক বিক্ষোভ প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভ সহিংসতায় রূপ নিচ্ছে। সন্দেহ নেই, করোনাভাইরাসের কারণে দেশের প্রায় প্রতিটি শিল্পপ্রতিষ্ঠান বিপাকে পড়েছে। তবে শ্রমিকদের জীবিকার বিষয়টি যে স্পর্শকাতর সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝতে হবে। করোনাভাইরাসজনিত দুর্দিনে শিল্প কলকারখানায় অশান্তি কোনোভাবেই কাম্য নয়। শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করার নামে সহিংসতার আশ্রয় নিলে তা তাদের স্বার্থের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমাদের বিশ্বাস উভয়পক্ষ নিজেদের স্বার্থেই সংঘাত এড়ানোর চেষ্টা করবে। করোনাভাইরাসে বাংলাদেশের পোশাক শিল্প বড় ধরনের ধকলের মুখে পড়েছে। এই বাস্তবতাকে মনে রেখে সংকট উত্তোরণে পোশাক শিল্প সংশ্লিষ্ট সবাই সুমতি ও সুবিবেচনার পরিচয় দেবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সংঘাত কোনোভাবেই কাম্য নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর