ঈদের আগে অগ্রিম বেতন এবং পূর্ণ বোনাসের দাবিতে পাঁচ হাজারেরও বেশি পোশাক শ্রমিক বুধবার পোস্তগোলা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। অবরোধের কারণে আটকা পড়ে যায় বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। পুলিশ শ্রমিকদের অবরোধ উঠিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তাতে তারা পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকরাও এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। শ্রমিকদের অভিযোগ তাদের এ বছর ৫০ শতাংশ বোনাস দেওয়া হয়েছে। যে কারণে ক্ষোভের সৃষ্টি। পুলিশ সূত্রে বলা হয়, মালিকপক্ষ শ্রমিকদের ৫০ শতাংশ বোনাস দিয়েছেন। এরপরও তারা চলতি মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। অথচ এ বেতন আগামী মাসে সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা। কিন্তু শ্রমিকরা এটি মানছিলেন না। কয়েকবার সড়ক ছেড়ে দেওয়ার কথা বললেও তারা রাজি না হলে পরে পুলিশ অ্যাকশনে যায়। গাজীপুরে শতভাগ ঈদ বোনাসসহ চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে বুধবার দিনভর বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় এক কারখানার কয়েক কর্মকর্তাকে লাঞ্ছিত করে বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের সড়কগুলো অবরোধ ও ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেতন ও বোনাস নিয়ে শ্রমিক বিক্ষোভ প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভ সহিংসতায় রূপ নিচ্ছে। সন্দেহ নেই, করোনাভাইরাসের কারণে দেশের প্রায় প্রতিটি শিল্পপ্রতিষ্ঠান বিপাকে পড়েছে। তবে শ্রমিকদের জীবিকার বিষয়টি যে স্পর্শকাতর সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝতে হবে। করোনাভাইরাসজনিত দুর্দিনে শিল্প কলকারখানায় অশান্তি কোনোভাবেই কাম্য নয়। শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করার নামে সহিংসতার আশ্রয় নিলে তা তাদের স্বার্থের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমাদের বিশ্বাস উভয়পক্ষ নিজেদের স্বার্থেই সংঘাত এড়ানোর চেষ্টা করবে। করোনাভাইরাসে বাংলাদেশের পোশাক শিল্প বড় ধরনের ধকলের মুখে পড়েছে। এই বাস্তবতাকে মনে রেখে সংকট উত্তোরণে পোশাক শিল্প সংশ্লিষ্ট সবাই সুমতি ও সুবিবেচনার পরিচয় দেবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সংঘাত কোনোভাবেই কাম্য নয়
প্রিন্ট ভার্সন