দেশের ৩৭৪টি পোশাক কারখানা বন্ধ হয়ে আছে করোনাভাইরাসের প্রভাবে। করোনাকালে বাংলাদেশের পোশাকশিল্পের ৩০ শতাংশ কার্যাদেশ বাতিল হওয়ায় তারা ৪ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আসছে নভেম্বর-ডিসেম্বর নাগাদ পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে আশা করছেন উদ্যোক্তারা। পোশাকশিল্পের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া সত্ত্বেও প্রায় পৌনে চার শ কারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি যে কোনো বিবেচনায় দুর্ভাগ্যজনক। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর তথ্যানুযায়ী কভিড মহামারীর কারণে বিশ্বজুড়ে পোশাকের চাহিদা ৩০ থেকে ৫০ শতাংশ হ্রাস পাবে। ফলে কারোনাভাইরাস কেটে গেলেও পোশাকশিল্প রাতারাতি আগের অবস্থায় ফিরে যাবে কিনা সংশয় দেখা দিয়েছে। দেশের সবচেয়ে বেশি মানুষ এককভাবে এ শিল্পে কর্মরত থাকায় এবং রপ্তানি আয়ের সিংহভাগ পোশাক রপ্তানির মাধ্যমে অর্জিত হওয়ায় চাহিদা হ্রাস পাওয়ার খবরটি যথেষ্ট উদ্বেগের। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ৫ জুলাই প্রকাশিত তথ্যানুযায়ী গেল ২০১৯-২০ অর্থবছর রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২৭ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। লক্ষ্য ছিল ৩৮ দশমিক ২০ বিলিয়ন ডলার। ২০১৮-১৯ অর্থবছরে আয় হয়েছিল ৩৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। এ হিসাবে গত অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৮ দশমিক ১২ শতাংশ। লক্ষ্যের চেয়ে এ খাতে আয় কমেছে ২৬ দশমিক ৮৩ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। আগের বছরের চেয়ে আয় কমেছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। ওভেন পোশাক থেকে আয় হয়েছে ১৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি কমেছে ১৮ দশমিক ৫৮ শতাংশ। রপ্তানি হ্রাসের পেছনে করোনার প্রভাবই মূলত দায়ী। এ দুঃসময় কেটে গেলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে, আমরা এমনটিই আশা করতে চাই। এ সময়ে শ্রমিক-কর্মচারীদের টিকিয়ে রাখতে উদ্যোক্তারা ইতিবাচক পদক্ষেপ নেবেন- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
গার্মেন্টে অশনিসংকেত
বিপুল কারখানা বন্ধ উদ্বেগজনক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর