বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর। এমন আক্ষেপ এ দেশে বারবার উচ্চারিত হয়েছে বিচারপ্রার্থীদের মুখে। সংবাদমাধ্যমের সম্পাদকীয় কলামে কতবার যে উল্লেখ হয়েছে তার ইয়ত্তা নেই। এমনকি দেশের একাধিক বিচারপতিও বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্র্রতিক বছরগুলোতে মামলাজট কমাতে বিচার বিভাগের নানা উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। দেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা আনুমানিক হিসাবে অন্তত ৩৮ লাখ। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বিচারাধীন মামলা ছিল ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি। এর সঙ্গে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ১ লাখের বেশি মামলা যুক্ত হয়েছে বলে ধারণা করা হয়। করোনা পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টের বিবরণী শাখার কার্যক্রমে জটিলতা তৈরি হওয়ায় চূড়ান্ত হিসাব পাওয়া না গেলেও এ বছরের শুরুতে বিচারাধীন মামলা ৩৮ লাখ বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি মামলার সংখ্যা ৬ লাখ কমিয়ে আনতে পরিকল্পনা তৈরির কথাও বলেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে খুব একটা সুফল অর্জিত হয়নি। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির পাশাপাশি বিচারকদের ওপর চাপ কমানোর তাগিদ দিয়েছেন। এ দেশে একজন বিচারকের ওপর যে চাপ থাকে তা বিশ্বের কোথাও নেই। হাই কোর্টের বিচারপতিরা প্রতিদিন দেড় শ থেকে দুই শ মামলার শুনানি গ্রহণ করেন। আবার যেসব মামলার রায় দেন সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিও লিখতে হয়। এটা খুবই অস্বাভাবিক। নিম্ন আদালতের বিচারকরাও ওভার লোড নিয়ে কাজ করেন। প্রতিদিন তাদেরও শত শত মামলার শুনানি গ্রহণ করতে হয়। দেশের আদালতগুলোতে মামলাজটের যে অপ্রত্যাশিত পরিস্থিতি বিরাজ করছে তার অবসানে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। আদালতের বাইরে যেসব মামলার নিষ্পত্তি সম্ভব সেগুলো নিষ্পত্তির উপায় বের করাও জরুরি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সেটিই প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাড়ছে মামলাজট
বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর