বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর। এমন আক্ষেপ এ দেশে বারবার উচ্চারিত হয়েছে বিচারপ্রার্থীদের মুখে। সংবাদমাধ্যমের সম্পাদকীয় কলামে কতবার যে উল্লেখ হয়েছে তার ইয়ত্তা নেই। এমনকি দেশের একাধিক বিচারপতিও বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্র্রতিক বছরগুলোতে মামলাজট কমাতে বিচার বিভাগের নানা উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। দেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা আনুমানিক হিসাবে অন্তত ৩৮ লাখ। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বিচারাধীন মামলা ছিল ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি। এর সঙ্গে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ১ লাখের বেশি মামলা যুক্ত হয়েছে বলে ধারণা করা হয়। করোনা পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টের বিবরণী শাখার কার্যক্রমে জটিলতা তৈরি হওয়ায় চূড়ান্ত হিসাব পাওয়া না গেলেও এ বছরের শুরুতে বিচারাধীন মামলা ৩৮ লাখ বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি মামলার সংখ্যা ৬ লাখ কমিয়ে আনতে পরিকল্পনা তৈরির কথাও বলেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে খুব একটা সুফল অর্জিত হয়নি। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির পাশাপাশি বিচারকদের ওপর চাপ কমানোর তাগিদ দিয়েছেন। এ দেশে একজন বিচারকের ওপর যে চাপ থাকে তা বিশ্বের কোথাও নেই। হাই কোর্টের বিচারপতিরা প্রতিদিন দেড় শ থেকে দুই শ মামলার শুনানি গ্রহণ করেন। আবার যেসব মামলার রায় দেন সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিও লিখতে হয়। এটা খুবই অস্বাভাবিক। নিম্ন আদালতের বিচারকরাও ওভার লোড নিয়ে কাজ করেন। প্রতিদিন তাদেরও শত শত মামলার শুনানি গ্রহণ করতে হয়। দেশের আদালতগুলোতে মামলাজটের যে অপ্রত্যাশিত পরিস্থিতি বিরাজ করছে তার অবসানে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। আদালতের বাইরে যেসব মামলার নিষ্পত্তি সম্ভব সেগুলো নিষ্পত্তির উপায় বের করাও জরুরি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সেটিই প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
বাড়ছে মামলাজট
বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর