বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর। এমন আক্ষেপ এ দেশে বারবার উচ্চারিত হয়েছে বিচারপ্রার্থীদের মুখে। সংবাদমাধ্যমের সম্পাদকীয় কলামে কতবার যে উল্লেখ হয়েছে তার ইয়ত্তা নেই। এমনকি দেশের একাধিক বিচারপতিও বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্র্রতিক বছরগুলোতে মামলাজট কমাতে বিচার বিভাগের নানা উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। দেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা আনুমানিক হিসাবে অন্তত ৩৮ লাখ। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বিচারাধীন মামলা ছিল ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি। এর সঙ্গে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ১ লাখের বেশি মামলা যুক্ত হয়েছে বলে ধারণা করা হয়। করোনা পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টের বিবরণী শাখার কার্যক্রমে জটিলতা তৈরি হওয়ায় চূড়ান্ত হিসাব পাওয়া না গেলেও এ বছরের শুরুতে বিচারাধীন মামলা ৩৮ লাখ বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি মামলার সংখ্যা ৬ লাখ কমিয়ে আনতে পরিকল্পনা তৈরির কথাও বলেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে খুব একটা সুফল অর্জিত হয়নি। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির পাশাপাশি বিচারকদের ওপর চাপ কমানোর তাগিদ দিয়েছেন। এ দেশে একজন বিচারকের ওপর যে চাপ থাকে তা বিশ্বের কোথাও নেই। হাই কোর্টের বিচারপতিরা প্রতিদিন দেড় শ থেকে দুই শ মামলার শুনানি গ্রহণ করেন। আবার যেসব মামলার রায় দেন সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিও লিখতে হয়। এটা খুবই অস্বাভাবিক। নিম্ন আদালতের বিচারকরাও ওভার লোড নিয়ে কাজ করেন। প্রতিদিন তাদেরও শত শত মামলার শুনানি গ্রহণ করতে হয়। দেশের আদালতগুলোতে মামলাজটের যে অপ্রত্যাশিত পরিস্থিতি বিরাজ করছে তার অবসানে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। আদালতের বাইরে যেসব মামলার নিষ্পত্তি সম্ভব সেগুলো নিষ্পত্তির উপায় বের করাও জরুরি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সেটিই প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
বাড়ছে মামলাজট
বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর