বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর। এমন আক্ষেপ এ দেশে বারবার উচ্চারিত হয়েছে বিচারপ্রার্থীদের মুখে। সংবাদমাধ্যমের সম্পাদকীয় কলামে কতবার যে উল্লেখ হয়েছে তার ইয়ত্তা নেই। এমনকি দেশের একাধিক বিচারপতিও বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্র্রতিক বছরগুলোতে মামলাজট কমাতে বিচার বিভাগের নানা উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। দেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা আনুমানিক হিসাবে অন্তত ৩৮ লাখ। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বিচারাধীন মামলা ছিল ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি। এর সঙ্গে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ১ লাখের বেশি মামলা যুক্ত হয়েছে বলে ধারণা করা হয়। করোনা পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টের বিবরণী শাখার কার্যক্রমে জটিলতা তৈরি হওয়ায় চূড়ান্ত হিসাব পাওয়া না গেলেও এ বছরের শুরুতে বিচারাধীন মামলা ৩৮ লাখ বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি মামলার সংখ্যা ৬ লাখ কমিয়ে আনতে পরিকল্পনা তৈরির কথাও বলেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে খুব একটা সুফল অর্জিত হয়নি। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির পাশাপাশি বিচারকদের ওপর চাপ কমানোর তাগিদ দিয়েছেন। এ দেশে একজন বিচারকের ওপর যে চাপ থাকে তা বিশ্বের কোথাও নেই। হাই কোর্টের বিচারপতিরা প্রতিদিন দেড় শ থেকে দুই শ মামলার শুনানি গ্রহণ করেন। আবার যেসব মামলার রায় দেন সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিও লিখতে হয়। এটা খুবই অস্বাভাবিক। নিম্ন আদালতের বিচারকরাও ওভার লোড নিয়ে কাজ করেন। প্রতিদিন তাদেরও শত শত মামলার শুনানি গ্রহণ করতে হয়। দেশের আদালতগুলোতে মামলাজটের যে অপ্রত্যাশিত পরিস্থিতি বিরাজ করছে তার অবসানে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। আদালতের বাইরে যেসব মামলার নিষ্পত্তি সম্ভব সেগুলো নিষ্পত্তির উপায় বের করাও জরুরি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সেটিই প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা