ব্রাহ্মণবাড়িয়াকে বলা হতো উপমহাদেশের সাংস্কৃতিক জগতের রাজধানী। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁসহ অনেক গুণীজনকে জন্ম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এখানে জন্ম নিয়েছেন তিতাস একটি নদের নাম উপন্যাসের অমর স্রষ্টা অদ্বৈত মল্লবর্মণ, জন্ম নিয়েছেন সোনালী কাবিনের কবি আল-মাহমুদ। মুক্তিযুদ্ধেও সামনে থেকে লড়েছে এ জনপদের মানুষ। স্বাধীনতার পর দেশ গঠনে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশে এ মাটির সন্তানদের অবদান অনন্য। সেই ঔপনিবেশিক আমল থেকে মুক্ত চিন্তা ও মুক্ত বিবেকের প্রতিনিধিত্ব করেছে তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু কালের বিবর্তনে সে আলোকিত জনপদ অন্ধকারের নোংরা জীবদের যথেচ্ছতার লীলাভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাসে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত সন্ত্রাসীরা শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর, সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন ও জাদুঘরসহ বিভিন্ন স্থাপনা, আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ, কালীবাড়ি মন্দির, জেলা পুলিশ লাইন, ফায়ার সার্ভিসের কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, সরাইলের হাইওয়ে থানা, সদরের খাঁটিহাতা থানা, রেলওয়ে পুলিশ ফাঁড়ি, সদর থানাধীন দুই নম্বর পুলিশ ফাঁড়ি, জেলা আনসার-ভিডিপি কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ব্যাংক এশিয়া, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, শিক্ষা প্রকৌশল অধিদফতর কার্যালয়, মা ও শিশুকল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। বাংলাদেশকে সন্ত্রাসী জঙ্গিবাদী দেশে পরিণত করার সুপরিকল্পিত মহড়া চালানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ইতিমধ্যে আক্রান্তদের পক্ষ থেকে এ জঙ্গিতন্ত্রী ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞের জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ