শীতলক্ষ্যায় রবিবারের লঞ্চ দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু ঘটেছে। রবিবার পাঁচজনের লাশ উদ্ধার হয়। সোমবার টেনে তোলা লঞ্চে পাওয়া যায় আরও ২৫ লাশ। শীতলক্ষ্যায় নৌ দুর্ঘটনা নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। বালুবাহী নৌযান কিংবা বার্জের আঘাতে লঞ্চডুবির ঘটনাও কম নয়। রবিবার সন্ধ্যায় কোস্টার ট্যাঙ্কারের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ। সোমবার উদ্ধারকারী জাহাজের সাহায্যে লঞ্চটি টেনে তোলা হয়। লঞ্চের ভিতর থেকে উদ্ধার হওয়া লাশগুলোর নাম-পরিচয় শনাক্ত করছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল থেকেই শীতলক্ষ্যার উভয় তীরে অপেক্ষমাণ হাজারো মানুষের পাশাপাশি স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একে একে যখন লাশগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছিল তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী নিখোঁজ ৩৩ জনের মধ্যে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে শনাক্ত হওয়ায় কয়েকজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যার চর সৈয়দপুরের ব্রিজসংলগ্ন স্থানে কোস্টার ট্যাঙ্কারের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চটি ডুবে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচ নারীর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতেই ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পৌঁছায়। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। সোমবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হয় জোরেশোরে। বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। লঞ্চ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে রুটিনওয়ার্ক হিসেবে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা আশা করব এটি লোক দেখানো বিষয় হয়ে থাকবে না। দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি মৃত যাত্রীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা
মৃত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর