শীতলক্ষ্যায় রবিবারের লঞ্চ দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু ঘটেছে। রবিবার পাঁচজনের লাশ উদ্ধার হয়। সোমবার টেনে তোলা লঞ্চে পাওয়া যায় আরও ২৫ লাশ। শীতলক্ষ্যায় নৌ দুর্ঘটনা নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। বালুবাহী নৌযান কিংবা বার্জের আঘাতে লঞ্চডুবির ঘটনাও কম নয়। রবিবার সন্ধ্যায় কোস্টার ট্যাঙ্কারের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ। সোমবার উদ্ধারকারী জাহাজের সাহায্যে লঞ্চটি টেনে তোলা হয়। লঞ্চের ভিতর থেকে উদ্ধার হওয়া লাশগুলোর নাম-পরিচয় শনাক্ত করছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল থেকেই শীতলক্ষ্যার উভয় তীরে অপেক্ষমাণ হাজারো মানুষের পাশাপাশি স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একে একে যখন লাশগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছিল তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী নিখোঁজ ৩৩ জনের মধ্যে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে শনাক্ত হওয়ায় কয়েকজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যার চর সৈয়দপুরের ব্রিজসংলগ্ন স্থানে কোস্টার ট্যাঙ্কারের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চটি ডুবে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচ নারীর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতেই ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পৌঁছায়। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। সোমবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হয় জোরেশোরে। বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। লঞ্চ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে রুটিনওয়ার্ক হিসেবে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা আশা করব এটি লোক দেখানো বিষয় হয়ে থাকবে না। দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি মৃত যাত্রীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা
মৃত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর