বাংলাদেশের রপ্তানি পণ্যের সংখ্যা খুবই সীমিত। তৈরি পোশাক, চিংড়ি, পাট ও চামড়াই এ ক্ষেত্রে ছিল দীর্ঘদিন যাবৎ ভরসা। সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন অপ্রচলিত পণ্য রপ্তানিতে নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে কাঁকড়া ও কুঁচিয়া রপ্তানি করে প্রায় ৮০০ কোটি টাকা অর্জিত হতো করোনাকালের আগে। করোনার সময় এ দুটি পণ্যের রপ্তানি বন্ধ হয়ে গেলেও প্রধান আমদানিকারী দেশ চীন নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। করোনা ঝুঁকি এড়িয়ে বাংলাদেশ থেকে কাঁকড়া ও কুঁচিয়া নিতে চীন প্রটোকল স্বাক্ষরের তাগিদ দিয়েছে। প্রটোকলে স্বাক্ষর করলে ওই পণ্য দুটি চীনে রপ্তানির ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক নীতি অনুসরণ করতে হবে। রপ্তানিকারকরা তা অনুসরণ করছেন কি না নিশ্চিত করবে সরকারের সংশ্লিষ্ট দফতর। কাঁকড়া ও কুঁচিয়া চাষ ও সংগ্রহের সঙ্গে দেশের খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও নোয়াখালীর প্রায় ৪ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ২০১৮-১৯ অর্থবছরে এ দুটি পণ্য রপ্তানি করে প্রায় ৮০০ কোটি টাকা আয় হয়। তবে করোনাভাইরাস সংক্রমণের ফলে গত বছরের জানুয়ারি থেকে রপ্তানি বন্ধ হয়ে যায়। মূলত খুলনার সুন্দরবন অঞ্চলে চাষ হয় কাঁকড়া ও কুঁচিয়া। রপ্তানি হয় চীন, তাইওয়ান, বেলজিয়াম, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়ায়। উৎপাদিত কাঁকড়ার ৮৫ শতাংশই যায় চীনে। খুলনার ২৮ হাজার ৫৪৬ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়। ২০১৮-১৯ অর্থবছরে ওই এলাকায় ৬ হাজার ৯৮৯ মেট্রিক টন কাঁকড়া উৎপাদন হয়। ২০১৯-২০ অর্থবছরে ৭ হাজার মেট্রিক টন কাঁকড়া উৎপাদনের লক্ষ্য থাকলেও রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় কাঁকড়া চাষ সংকটে পড়ে। সম্প্রতি চীন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর নতুন করে আশায় বুক বেঁধেছেন কাঁকড়া ও কুঁচিয়া ব্যবসার সঙ্গে জড়িতরা। আমরা আশা করব কাঁকড়া ও কুঁচিয়া রপ্তানির বিশাল সম্ভাবনার কথা মনে রেখে চীনা প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করা হবে। এটি সম্ভব হলে সারা দুনিয়ায় এ পণ্য দুটির রপ্তানি অন্তত দ্বিগুণ বৃদ্ধি পাবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
শিরোনাম
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
অপ্রচলিত পণ্য রপ্তানি
ক্রেতাদের চাহিদার দিকে নজর রাখতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর