মধ্যপ্রাচ্যের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সে দেশের সংখ্যালঘু আরব ও ফিলিস্তিনি জনগণের ওপর বর্ণবাদমূলক নীতি অনুসরণ ও নিপীড়নের অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের ২১৩ পৃষ্ঠার এ-সংক্রান্ত প্রতিবেদনে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া, বাড়ি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ, চলাচলে বিধিনিষেধসহ হাজার হাজার ফিলিস্তিনি যারা নানা দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন তাদের নিজভূমে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যথারীতি এসব অভিযোগকে ‘বানোয়াট’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, তাদের ইসরায়েলবিরোধী এজেন্ডা আছে। এ সংগঠনটি বছরের পর বছর ধরে ইসরায়েলকে বয়কট করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবশ্য মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বর্ণবাদী নীতি ও নিপীড়নের উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলের আরোপ করা নানা বিধিনিষেধ এবং ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েলের দখল করা ফিলিস্তিন ভূখন্ডে জোর করে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি উল্লেখ করা হয়। ফিলিস্তিনি ও আরবরা ফিলিস্তিনের মূল বাসিন্দা হলেও ইসরায়েলি দলখদারির পরিণতিতে তাদের সংখ্যা এখন ২০ শতাংশের সামান্য বেশি। হাজার হাজার ফিলিস্তিনি নির্দয় নির্যাতনের মুখে দেশত্যাগে বাধ্য হয়েছেন। হাজার হাজার বছরের ঐতিহ্যধারী ফিলিস্তিনিরা পরিণত হয়েছে একটি দেশহীন জাতিতে। হিউম্যান রাইটসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা ফিলিস্তিনিদের সঙ্গে যে বর্ণবাদী নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে তা ১৯৯৯ সালের রোম আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েল নিজেদের সভ্য জগতের অংশ দাবি করলেও ইহুদিবাদী নামের জঘন্য বর্ণবাদের চর্চা করে নিজেদের মনুষ্যত্বকে বিসর্জন দিচ্ছে। মানবসভ্যতায় ইহুদি জাতির অনবদ্য অবদান থাকলেও ইহুদিবাদ নামের ঘৃণ্য বর্ণবাদী নীতি নাজিদের বিকল্প হিসেবেই তাদের বিশ্বসমাজের কাছে তুলে ধরছে; যা নিন্দনীয় ও লজ্জাজনক।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ফিলিস্তিনিদের ওপর নির্যাতন
ইসরায়েলের বর্ণবাদী নীতি নিন্দনীয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর