শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

নিমপাতার উপকারিতা

নিমের বৈজ্ঞানিক নাম আজাদিরচত ইনডিকা। এটি মূলত ভারতের সবকটি রাজ্যেই পাওয়া যায়। সাধারণত ক্রান্তীয় ও আধাক্রান্তীয় অঞ্চলে নিম গাছ জন্মায়। এর ফল ও বীজ থেকে নিম তেল উৎপন্ন হয়। বলা যায়, এ গাছের প্রতিটি অংশেরই সমান গুরুত্ব রয়েছে। পাতা ছাল ফল বীজ ডালসহ নিম গাছের প্রতিটি অংশই সমান উপকারী। নিমপাতার রস অ্যাকজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের রোগ নিরাময়ে ব্যবহার হয়। নিম গাছের ছাল যে কোনো ধরনের ব্যথা কিংবা পেটের সমস্যায় ব্যবহার করা হয়। এটি খাদ্যদ্রব্য হিসেবে সংযোজন করা যায়। নিম গাছের ফল ও বীজ থেকে নিম তেল তৈরি হয়; যা বহু কাজে ব্যবহৃত হয়। নিম গাছের ডাল মুখের স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত হয়। মূলত দাঁত মাজার ক্ষেত্রে নিম গাছের ডাল ব্যবহৃত হলে নিমপাতার ওষুধি গুণ দাঁতের মাড়ি ও দাঁত সুস্থ-সবল রাখতে সহায়তা করে। নিম তেল ত্বকের সুরক্ষায় এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বেদে নিমকে ‘সর্বরোগা নিবারিণী’ বলে ব্যাখ্যা করা হয়। যার অর্থ এটি এমন এক ধরনের উপাদান যা সব রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। বহু বছর ধরে ত্বক পরিচর্যায় ও সৌন্দর্য রক্ষায় নিমপাতার ব্যবহার হয়ে আসছে। নিম গাছের বীজ পাতা ডাল প্রভৃতি উপাদান কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কিংবা সার তৈরির জন্য ব্যবহার হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর