ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসলামী জিহাদের সঙ্গে ইসরায়েলিদের ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ যুদ্ধবিরতিকে দুই পক্ষই তাদের জয় হিসেবে দেখছে। ফিলিস্তিনের গাজায় হামাস সমর্থকরা বিজয় মিছিলও বের করেছে। তেলআবিবের ভাষ্য, ইসরায়েলের ওপর ৪ হাজার রকেট হামলা যারা চালিয়েছে তাদের দমনের মিশন সফল হয়েছে। হামাস ও ইসলামী জিহাদের প্রায় ২০০ সদস্যকে হত্যার কৃতিত্বও তারা জাহির করেছে। হামাস ও ইসরায়েলের সংঘর্ষে কারা জয়ী হয়েছে তা প্রশ্নবিদ্ধ হলেও এতে নিশ্চিতভাবে যে মানবতার পরাজয় ঘটেছে এ এক মহাসত্য। দুই পক্ষের সংঘাতে শিশু-নারীসহ অসংখ্য নিরপরাধ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনে সংঘাতের বীজ বপিত হয়েছিল শত বছর আগে ওসমানিয়া খেলাফতের আমলে। তারাই প্রথম ফিলিস্তিন ভূখন্ডে ইহুদি বসতি স্থাপনের সুযোগ দেয়। প্রথম মহাযুদ্ধে ওহাবিদের সহায়তায় আরব ভূখন্ডে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনী লাখ লাখ ইহুদি হত্যা করলে যুদ্ধ শেষে ব্রিটিশরা ফিলিস্তিন এলাকায় ইসরায়েল নামের ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। জাতিসংঘকে তারা এ ব্যাপারে শিখ-ী হিসেবে ব্যবহার করে। ব্রিটিশরা ফিলিস্তিনের ৫৫ ভাগ ইসরায়েল ও ৪৫ ভাগ ফিলিস্তিনিদের জন্য রেখে দুটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার রূপরেখা ঘোষণা করে। ফিলিস্তিনের ৫ ভাগ এলাকা পবিত্র নগরী জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব করা হয়। ইহুদিরা তৎক্ষণাৎ প্রস্তাবটি গ্রহণ করে ইসরায়েল নামের রাষ্ট্রের জন্ম দেয়। আরব দেশগুলো প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ক্ষুদ্রাতিক্ষুদ্র ইসরায়েলের ওপর হামলা চালিয়ে নাস্তানাবুদ হয়। তার পরও আরও দুবার যুদ্ধ হয়েছে এবং তার ফলাফলও অভিন্ন। ১৯৪৮ সালে ফিলিস্তিনিরা যে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এখন সেটুকু অর্জনের জন্য তাদের জীবন দিতে হচ্ছে। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি মানবতার জন্য স্বস্তিদায়ক খবর হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। এজন্য প্রয়োজন স্বাধীন ফিলিস্তিন। তা অর্জনে ফিলিস্তিনিদের দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। ইসরায়েল ও তার অর্থপুষ্টদের প্রক্সি লড়াইয়ের বদলে ফিলিস্তিনি জনগণের মুক্তিসংগ্রামকে ইপ্সত লক্ষ্য অর্জনে শানিত করতে হবে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন