বাংলাদেশে যত আমের চাষ হয় তার বেশির ভাগই রাজশাহী অঞ্চলে। এলাকার অনেক চাষির কাছে ধান নয়, আমই প্রধান ফসল। চাষিরা বাগানে উৎপাদিত আম বিক্রি করে কেবল সারা বছর সংসারের চাহিদাই মেটান না, পরের বছর আম চাষের পুঁজিও তাঁদের সঞ্চয় করে রাখতে হয়। এ মৌসুমে বালাইমুক্ত আম উৎপাদনে রাজশাহীর চেয়ে সাতক্ষীরা এগিয়ে। করোনা পরিস্থিতির কারণে এক বছর বন্ধ থাকার পর আবারও দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম। বিদেশে আম পাঠাতে পেরে বেশ খুশি স্থানীয় আম চাষিরা। দুই বছর আগের চেয়ে দ্বিগুণ আম এবার বিদেশের বাজারে যাবে বলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে আশা প্রকাশ করা হয়েছে। আমের স্বাদ ও মান ভালো হওয়ায় রপ্তানি বাড়ছে সাতক্ষীরার আমের। ২০১৪ সাল থেকে সাতক্ষীরার আম রপ্তানি হচ্ছে ইউরোপের ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও পর্তুগালে। এবার ৫০০ মেট্রিক টন আম বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে। জেলায় এবার ৫ হাজারের বেশি বাগানে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। ৫০০ হেক্টর জমিতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম চাষ হয়েছে। অন্যদিকে খুলনার ডুমুরিয়ায় উৎপাদিত নিরাপদ সবজি পটোল, কচুর লতি, পেঁপে ও কাঁচকলা রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় স্থানীয় ভিলেজ মার্কেট থেকে চাষিদের উৎপাদিত সবজি কিনে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিদেশে পাঠাচ্ছে। ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পেরে খুশি চাষিরাও। বিগত কয়েক বছর ধরে ধান ও চিংড়িতে লোকসান হওয়ায় চাষিরা সবজি চাষের দিকে ঝুঁকেছেন। রবি মৌসুমে এখানে ৩ হাজার ৭৫০ হেক্টর, খরিপ মৌসুমে ১ হাজার ৮৫০, বর্ষাকালে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। কিন্তু অনেক সময় উৎপাদিত সবজির দাম না পেয়ে কৃষক হতাশ হয়ে পড়তেন। কৃষকের পাশে থাকলে রপ্তানি বাড়বে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
আম ও সবজি রপ্তানি
কৃষকের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
