করোনাকালে যখন সারা দুনিয়ার প্রতিটি দেশের অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে তখন দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। স্বাভাবিকভাবেই দীর্ঘ এক যুগের সাফল্য-ব্যর্থতার চিত্র রয়েছে বাজেট বক্তৃতায়। শুধু তাই নয়, আগামী বছরটি কীভাবে চলবে, জনগণকে কষ্ট না দিয়ে কীভাবে আয়বর্ধক কর্মসূচি নেওয়া যায় তারও পরিকল্পনা নেওয়া হয়েছে সযত্নভাবে। ১৫ মাস ধরে চলা করোনাভাইরাস মহামারীর ফলে দেশের বেশির ভাগ মানুষের আয় কমেছে। নতুন করে দরিদ্র হয়েছেন আড়াই কোটি মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ লোক। ফলে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা গুরুত্ব পেয়েছে। করোনার মারণাঘাতে অন্য সব দেশের মতো বাংলাদেশেও সরকারের আয়ের খাত হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। এর পরও বিশালাকৃতির বাজেট পেশ করার সাহস দেখিয়েছেন অর্থমন্ত্রী। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেটের অনুষঙ্গ হিসেবে বিশাল অঙ্কের ঘাটতিকেও মেনে নেওয়া হয়েছে। সাধ ও সাধ্যের জাতীয় বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকার ঘাটতি দেখাতে হয়েছে। ঘাটতির এই পরিমাণ জিডিপির ৬ শতাংশের বেশি। বাজেট ঘাটতি পূরণ হবে বৈদেশিক ঋণ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে। বিশাল পরিমাণের ঘাটতি বাজেট পেশ করা হলেও সরকারের জন্য সুখবর হলো করোনাকালে বিভিন্ন খাতে আয় সীমাবদ্ধ হয়ে পড়লেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন সর্বকালের সবচেয়ে হৃষ্টপুষ্ট। দেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম বাজেটে করোনাভাইরাস মোকাবিলায় রয়েছে বিশেষ বরাদ্দ। ব্যবসা-বাণিজ্য চাঙা করতে করপোরেট করহার কমানোর বাস্তবমুখী সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে চলমান কর অবকাশের মেয়াদ ও আওতা বাড়ানোও একটি প্রশংসনীয় দিক। বাজেট প্রণয়নে অর্থমন্ত্রী মানুষের জীবন-জীবিকাকে প্রাধান্য দিয়েছেন। এ উদ্দেশ্যে কৃষি খাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও প্রশংসার দাবিদার। পেশকৃত বাজেট কতটা কল্যাণ বয়ে আনবে তা নির্ভর করছে এর যথাযথ বাস্তবায়নের ওপর। যেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
শিরোনাম
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
মেগা বাজেট
জীবন-জীবিকাকে গুরুত্ব দেওয়া প্রশংসনীয়
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর