করোনাকালে যখন সারা দুনিয়ার প্রতিটি দেশের অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে তখন দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। স্বাভাবিকভাবেই দীর্ঘ এক যুগের সাফল্য-ব্যর্থতার চিত্র রয়েছে বাজেট বক্তৃতায়। শুধু তাই নয়, আগামী বছরটি কীভাবে চলবে, জনগণকে কষ্ট না দিয়ে কীভাবে আয়বর্ধক কর্মসূচি নেওয়া যায় তারও পরিকল্পনা নেওয়া হয়েছে সযত্নভাবে। ১৫ মাস ধরে চলা করোনাভাইরাস মহামারীর ফলে দেশের বেশির ভাগ মানুষের আয় কমেছে। নতুন করে দরিদ্র হয়েছেন আড়াই কোটি মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ লোক। ফলে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা গুরুত্ব পেয়েছে। করোনার মারণাঘাতে অন্য সব দেশের মতো বাংলাদেশেও সরকারের আয়ের খাত হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। এর পরও বিশালাকৃতির বাজেট পেশ করার সাহস দেখিয়েছেন অর্থমন্ত্রী। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেটের অনুষঙ্গ হিসেবে বিশাল অঙ্কের ঘাটতিকেও মেনে নেওয়া হয়েছে। সাধ ও সাধ্যের জাতীয় বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকার ঘাটতি দেখাতে হয়েছে। ঘাটতির এই পরিমাণ জিডিপির ৬ শতাংশের বেশি। বাজেট ঘাটতি পূরণ হবে বৈদেশিক ঋণ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে। বিশাল পরিমাণের ঘাটতি বাজেট পেশ করা হলেও সরকারের জন্য সুখবর হলো করোনাকালে বিভিন্ন খাতে আয় সীমাবদ্ধ হয়ে পড়লেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন সর্বকালের সবচেয়ে হৃষ্টপুষ্ট। দেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম বাজেটে করোনাভাইরাস মোকাবিলায় রয়েছে বিশেষ বরাদ্দ। ব্যবসা-বাণিজ্য চাঙা করতে করপোরেট করহার কমানোর বাস্তবমুখী সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে চলমান কর অবকাশের মেয়াদ ও আওতা বাড়ানোও একটি প্রশংসনীয় দিক। বাজেট প্রণয়নে অর্থমন্ত্রী মানুষের জীবন-জীবিকাকে প্রাধান্য দিয়েছেন। এ উদ্দেশ্যে কৃষি খাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও প্রশংসার দাবিদার। পেশকৃত বাজেট কতটা কল্যাণ বয়ে আনবে তা নির্ভর করছে এর যথাযথ বাস্তবায়নের ওপর। যেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে