স্বাস্থ্যবিধি মানার শর্তে দেশের সব অফিস ও কর্মক্ষেত্র খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় সারা দেশের চলমান বিধিনিষেধ বা লকডাউন এক মাস বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় শর্ত যোগ করে মেয়াদ ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ের প্রেক্ষাপটে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক লকডাউন’ নামে পরিচিতি পায়। সে বিধিনিষেধে জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখতে বলা হয়েছিল। এখন অফিসের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও অন্য সব শর্ত প্রায় আগের মতোই রয়েছে। আগের মতোই সব বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। জনসমাগম ঘটে এমন সব রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। গ্রাহকদের দূরত্ব বজায় রেখে হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। গণপরিবহনও অর্ধেক যাত্রী নিয়ে চলবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় লকডাউনের সীমা বৃদ্ধির সিদ্ধান্ত খুবই যৌক্তিক। তবে একই সময়ে সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তকে আমরা যৌক্তিক বলে অভিহিত করতে চাই। কারণ জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ‘সবচেয়ে সুবিধাভোগী’ হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় সাধারণ মানুষকে সেবা নিতে হলে হয়রানির শিকার এবং উৎকোচ দিতে হয় অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে। যেখানে বেসরকারি সিংহভাগ প্রতিষ্ঠান ও কলকারখানা খোলা থাকছে সে ক্ষেত্রে সুবিধাভোগীদের ঢালাও সুবিধা ভোগ কোনোভাবে যৌক্তিক নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারেও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- 'ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে'
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
উন্মোচিত হলো কর্মক্ষেত্র
শিক্ষাপ্রতিষ্ঠান খোলারও সিদ্ধান্ত নিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর