মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা
ইতিহাস

বরখাস্ত হয় যুক্তফ্রন্ট

১৯৫৪ সালে নির্বাচনে জয়ী হলেও পূর্ববাংলার জনগণের রায় মেনে নিতে পারেনি পাকিস্তানের শাসক শ্রেণি। ক্ষমতা হাতে নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়। পরে জারি হয় গভর্নরের শাসন। বেনামিতে যা ছিল সামরিক শাসনেরই নামান্তর। বলা যায়, এটি ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের সুপরিকল্পিত মহড়ার অংশবিশেষ। স্মর্তব্য, ১৯৫৪ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মেজর জেনারেল ইস্কান্দার মির্জা। বেসামরিক সরকারে তাকে রাখা হয়েছিল সামরিক বাহিনীর প্রতিনিধি হিসেবে। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার আগে এহেন ইস্কান্দার মির্জাকে পূর্ববাংলার গভর্নর পদে নিয়োগ করা হয়। নির্বাচিত সরকারকে বরখাস্ত করাই শুধু নয়, তিনি পূর্ববাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হককে বিশ্বাসঘাতক বলারও ধৃষ্টতা দেখান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর