সারা দেশে শুরু হয়েছে গণটিকার অভিযান। ছয় দিনে ৩২ লাখ নাগরিককে টিকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে গণটিকা কর্মসূচি। টিকাদানে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় গত দুই দিনে প্রতিটি কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনেই শনিবার শহর এবং গ্রামের কেন্দ্রগুলোতে উৎসবের আমেজে টিকা নিতে ভিড় করেছেন মানুষ। সামাজিক দূরত্ব বজায় না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় টিকা কেন্দ্র থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রগুলোতেও ছিল বাঁধভাঙা ভিড়। টিকা নিতে আসা মানুষের তুলনায় টিকা ছিল অনেক কম। কিছু জায়গায় টিকা না পেয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনার ত্রুটিতেও ভোগান্তির অভিযোগ করেন টিকা গ্রহীতারা। দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় চলবে ৯ আগস্ট পর্যন্ত। একই সময়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনের আগে টিকা দেওয়া হতো নাম নিবন্ধনের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে নাম নিবন্ধনের পর টিকা কেন্দ্র এবং টিকা গ্রহণের তারিখ নির্ধারণ করে দেওয়া হতো। টিকা গ্রহীতার কাছে এসএমএস যেত কবে তাকে টিকা দেওয়া হবে। এর ফলে টিকা কেন্দ্রগুলোতে ভিড় থাকলেও উপড়ে পড়া অবস্থা ছিল না। গণটিকা ক্যাম্পেইনে ব্যবস্থাপনার দুর্বলতা থাকলেও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে টিকার আওতায় আনার ক্ষেত্রে কর্মসূচিটি ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে আরও বেশি সংখ্যক কেন্দ্র খোলার সম্ভাব্যতা জরুরি ভিত্তিতে বিবেচনা করা উচিত। টিকা সংগ্রহে সরকার তাদের সচেষ্ট ভূমিকা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা