সারা দেশে শুরু হয়েছে গণটিকার অভিযান। ছয় দিনে ৩২ লাখ নাগরিককে টিকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে গণটিকা কর্মসূচি। টিকাদানে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় গত দুই দিনে প্রতিটি কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনেই শনিবার শহর এবং গ্রামের কেন্দ্রগুলোতে উৎসবের আমেজে টিকা নিতে ভিড় করেছেন মানুষ। সামাজিক দূরত্ব বজায় না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় টিকা কেন্দ্র থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রগুলোতেও ছিল বাঁধভাঙা ভিড়। টিকা নিতে আসা মানুষের তুলনায় টিকা ছিল অনেক কম। কিছু জায়গায় টিকা না পেয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনার ত্রুটিতেও ভোগান্তির অভিযোগ করেন টিকা গ্রহীতারা। দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় চলবে ৯ আগস্ট পর্যন্ত। একই সময়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনের আগে টিকা দেওয়া হতো নাম নিবন্ধনের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে নাম নিবন্ধনের পর টিকা কেন্দ্র এবং টিকা গ্রহণের তারিখ নির্ধারণ করে দেওয়া হতো। টিকা গ্রহীতার কাছে এসএমএস যেত কবে তাকে টিকা দেওয়া হবে। এর ফলে টিকা কেন্দ্রগুলোতে ভিড় থাকলেও উপড়ে পড়া অবস্থা ছিল না। গণটিকা ক্যাম্পেইনে ব্যবস্থাপনার দুর্বলতা থাকলেও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে টিকার আওতায় আনার ক্ষেত্রে কর্মসূচিটি ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে আরও বেশি সংখ্যক কেন্দ্র খোলার সম্ভাব্যতা জরুরি ভিত্তিতে বিবেচনা করা উচিত। টিকা সংগ্রহে সরকার তাদের সচেষ্ট ভূমিকা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা