সারা দেশে শুরু হয়েছে গণটিকার অভিযান। ছয় দিনে ৩২ লাখ নাগরিককে টিকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে গণটিকা কর্মসূচি। টিকাদানে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় গত দুই দিনে প্রতিটি কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনেই শনিবার শহর এবং গ্রামের কেন্দ্রগুলোতে উৎসবের আমেজে টিকা নিতে ভিড় করেছেন মানুষ। সামাজিক দূরত্ব বজায় না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় টিকা কেন্দ্র থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রগুলোতেও ছিল বাঁধভাঙা ভিড়। টিকা নিতে আসা মানুষের তুলনায় টিকা ছিল অনেক কম। কিছু জায়গায় টিকা না পেয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনার ত্রুটিতেও ভোগান্তির অভিযোগ করেন টিকা গ্রহীতারা। দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় চলবে ৯ আগস্ট পর্যন্ত। একই সময়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনের আগে টিকা দেওয়া হতো নাম নিবন্ধনের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে নাম নিবন্ধনের পর টিকা কেন্দ্র এবং টিকা গ্রহণের তারিখ নির্ধারণ করে দেওয়া হতো। টিকা গ্রহীতার কাছে এসএমএস যেত কবে তাকে টিকা দেওয়া হবে। এর ফলে টিকা কেন্দ্রগুলোতে ভিড় থাকলেও উপড়ে পড়া অবস্থা ছিল না। গণটিকা ক্যাম্পেইনে ব্যবস্থাপনার দুর্বলতা থাকলেও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে টিকার আওতায় আনার ক্ষেত্রে কর্মসূচিটি ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে আরও বেশি সংখ্যক কেন্দ্র খোলার সম্ভাব্যতা জরুরি ভিত্তিতে বিবেচনা করা উচিত। টিকা সংগ্রহে সরকার তাদের সচেষ্ট ভূমিকা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
গণটিকা কর্মসূচি
কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর