সারা দেশে শুরু হয়েছে গণটিকার অভিযান। ছয় দিনে ৩২ লাখ নাগরিককে টিকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে গণটিকা কর্মসূচি। টিকাদানে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় গত দুই দিনে প্রতিটি কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনেই শনিবার শহর এবং গ্রামের কেন্দ্রগুলোতে উৎসবের আমেজে টিকা নিতে ভিড় করেছেন মানুষ। সামাজিক দূরত্ব বজায় না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় টিকা কেন্দ্র থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রগুলোতেও ছিল বাঁধভাঙা ভিড়। টিকা নিতে আসা মানুষের তুলনায় টিকা ছিল অনেক কম। কিছু জায়গায় টিকা না পেয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনার ত্রুটিতেও ভোগান্তির অভিযোগ করেন টিকা গ্রহীতারা। দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় চলবে ৯ আগস্ট পর্যন্ত। একই সময়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনের আগে টিকা দেওয়া হতো নাম নিবন্ধনের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে নাম নিবন্ধনের পর টিকা কেন্দ্র এবং টিকা গ্রহণের তারিখ নির্ধারণ করে দেওয়া হতো। টিকা গ্রহীতার কাছে এসএমএস যেত কবে তাকে টিকা দেওয়া হবে। এর ফলে টিকা কেন্দ্রগুলোতে ভিড় থাকলেও উপড়ে পড়া অবস্থা ছিল না। গণটিকা ক্যাম্পেইনে ব্যবস্থাপনার দুর্বলতা থাকলেও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে টিকার আওতায় আনার ক্ষেত্রে কর্মসূচিটি ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে আরও বেশি সংখ্যক কেন্দ্র খোলার সম্ভাব্যতা জরুরি ভিত্তিতে বিবেচনা করা উচিত। টিকা সংগ্রহে সরকার তাদের সচেষ্ট ভূমিকা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
গণটিকা কর্মসূচি
কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর