সারা দেশে শুরু হয়েছে গণটিকার অভিযান। ছয় দিনে ৩২ লাখ নাগরিককে টিকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে গণটিকা কর্মসূচি। টিকাদানে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় গত দুই দিনে প্রতিটি কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনেই শনিবার শহর এবং গ্রামের কেন্দ্রগুলোতে উৎসবের আমেজে টিকা নিতে ভিড় করেছেন মানুষ। সামাজিক দূরত্ব বজায় না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় টিকা কেন্দ্র থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রগুলোতেও ছিল বাঁধভাঙা ভিড়। টিকা নিতে আসা মানুষের তুলনায় টিকা ছিল অনেক কম। কিছু জায়গায় টিকা না পেয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনার ত্রুটিতেও ভোগান্তির অভিযোগ করেন টিকা গ্রহীতারা। দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় চলবে ৯ আগস্ট পর্যন্ত। একই সময়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনের আগে টিকা দেওয়া হতো নাম নিবন্ধনের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে নাম নিবন্ধনের পর টিকা কেন্দ্র এবং টিকা গ্রহণের তারিখ নির্ধারণ করে দেওয়া হতো। টিকা গ্রহীতার কাছে এসএমএস যেত কবে তাকে টিকা দেওয়া হবে। এর ফলে টিকা কেন্দ্রগুলোতে ভিড় থাকলেও উপড়ে পড়া অবস্থা ছিল না। গণটিকা ক্যাম্পেইনে ব্যবস্থাপনার দুর্বলতা থাকলেও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে টিকার আওতায় আনার ক্ষেত্রে কর্মসূচিটি ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে আরও বেশি সংখ্যক কেন্দ্র খোলার সম্ভাব্যতা জরুরি ভিত্তিতে বিবেচনা করা উচিত। টিকা সংগ্রহে সরকার তাদের সচেষ্ট ভূমিকা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
গণটিকা কর্মসূচি
কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর