রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কী হবে কবর ও হাশরে

মুফতি আইনুল ইসলাম কান্ধলবী

কী হবে কবর ও হাশরে

দুনিয়ার জীবন পরীক্ষার হলের মতো। এ পরীক্ষায় দুটি প্রশ্নপত্র থাকবে। প্রথম ও দ্বিতীয় পত্র। প্রথম পত্রের পরীক্ষা হবে কবরে আর দ্বিতীয় পত্রের পরীক্ষা হাশরের মাঠে। প্রথম পত্রের প্রশ্ন হবে তিনটি এবং তিনটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন : ‘তোমার প্রভু কে?’ দ্বিতীয় : ‘তোমার নবী কে?’ তৃতীয় : ‘তোমার ধর্ম কী?’ মনে রাখতে হবে এর যে কোনো একটি প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে ফেল। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নের প্রশ্নগুলো আউট হয়ে গেছে। কবরে কী প্রশ্ন হবে আমরা এখনই জানি। এটি উম্মতের ওপর নবী কারিম (সা.)-এর সীমাহীন অনুগ্রহ যে তিনি উম্মতকে প্রশ্নগুলো আগেই জানিয়ে দিয়েছেন। যাতে এ বিষয়ে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। কবরে কী প্রশ্ন হবে তা আমরা সবাই জানি। কিন্তু জানা সত্ত্বেও সবার পক্ষে এর জবাব দেওয়া সম্ভব হবে না। এ প্রশ্নগুলোর উত্তর শুধু তারাই দিতে পারবে যারা আল্লাহর বিধানের ওপর চলবে। আর যারা ঘুষ খাবে। সুদ খাবে। অন্যের সম্পদ আত্মসাৎ করবে এবং আল্লাহর নির্দেশ অমান্য করে দুনিয়া উপার্জনের পেছনে ছুটবে তাদের মুখে ‘আল্লাহ আমার রব’ কথাটি বের হবে না। তারা সঠিক উত্তর দিতে পারবে না। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর বিধিবিধান অনুযায়ী ও নির্দেশাবলি মেনে চলবে, কবরের পরীক্ষার প্রথম প্রশ্নের উত্তর কেবল তারাই দিতে পারবে। শুধু তার মুখ দিয়েই বের হবে ‘আল্লাহ আমার রব’। তেমনিভাবে যে ব্যক্তি নবী (সা.)-এর সুন্নত অনুযায়ী আমল করবে, তাঁর বাতলানো পথে জীবন পরিচালনা করবে শুধু সেই ব্যক্তিই সঠিক উত্তর দিতে পারবে। তার মুখ থেকেই বের হবে যে ‘মুহাম্মদ (সা.) আমার নবী’। আর যে ব্যক্তি নবী (সা.)-এর আদর্শের ওপর জীবন পরিচালনা করবে না, তাঁর কথামতো আমল করবে না সে কখনো সঠিক উত্তর দিতে পারবে না। ঠিক তদ্রƒপভাবে যে ব্যক্তি ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে, ইসলামের হুকুম- আহকাম পালন করবে শুধু সেই ব্যক্তিই সঠিক উত্তর দিতে পারবে। শুধু তার মুখ থেকেই বের হবে ‘ইসলাম আমার দীন’। যারা ইসলামের হুকুম- আহকাম পালন করে না, মানে না, তাদের মুখ দিয়ে সঠিক উত্তর বের হবে না। তাদের মুখ আঁটা থাকবে।

প্রিয় মুসলমান ভাই-বোনেরা! কবরে হবে প্রথম পত্রের পরীক্ষা। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের কবরকে বেহেশতের অংশ বানিয়ে দেওয়া হবে। আর উত্তীর্ণ হতে না পারলে কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হবে। এরপর কিয়ামতের দিন মানুষকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সেখানে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। দ্বিতীয় পত্রে চারটি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন : হে বান্দা তোমার জীবন কীভাবে কাটিয়েছ? দ্বিতীয় প্রশ্ন : তুমি তোমার যৌবন কীভাবে কাটিয়েছে? তৃতীয় প্রশ্ন : সম্পদ কোথা থেকে উপার্জন করেছ এবং কোথায় ব্যয় করেছ? চতুর্থ প্রশ্ন : তুমি তোমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ? প্রিয় মুসলিম ভাই-বোনেরা আমার এ প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদমসন্তান এক কদমও সামনে বাড়তে পারবে না। প্রশ্নগুলোর উত্তর দিয়ে তবেই সামনে অগ্রসর হতে হবে। আমাদের প্রিয় নবী (সা.) আমাদের উভয় পরীক্ষার প্রশ্নগুলো বলে দিয়েছেন। এখন আমাদের কাজ হলো এর ভিত্তিতে প্রস্তুতি নেওয়া। আমরা এ প্রশ্নগুলোর উত্তর অন্তরে গেঁথে নিলে আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হবে। এ কথাগুলো বোঝার জন্য অন্তর্দৃষ্টি থাকা জরুরি, কারণ যদি অন্তর্দৃষ্টি পর্দাবৃত থাকে, প্রবৃত্তি তাকে অন্ধ বানিয়ে দেয়, সে তো নফসের পূজা করবে, রকমারি গুনাহের প্রতি আসক্ত হতে থাকবে। আসুন আমরা সবাই আল্লাহ ও রসুল (সা.)-এর নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করি, দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে গড়ে তুলতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।

লেখক : খতিব : পূর্ব বাড্ডা পুরাতন জামে মসজিদ, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর