করোনাভাইরাস প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সর্বাধিকসংখ্যক লোককে টিকাদান এবং ঘরের বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার। দুই ক্ষেত্রেই গভীর সংকটে ভুগছে দেশ। বাংলাদেশ আগেভাগে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়। এ বিষয়ে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু ভারত টিকা রপ্তানি বন্ধ করায় সমূহ সংকটে পড়ে বাংলাদেশ। পরে চীন থেকে টিকা কেনা ও কোভ্যাক্স সহায়তায় টিকা সংগ্রহের চেষ্টা চললেও চাহিদার তুলনায় তার পরিমাণ কম। সর্বোত্তম পদক্ষেপ হতো দেশে টিকা উৎপাদন করতে পারলে। কিন্তু এ বিষয়ে দেরিতে পদক্ষেপ নেওয়ায় সংকট ঘোরতর হয়ে উঠছে। চীনা সহায়তায় টিকা উৎপাদনের চুক্তি হলেও তার প্রস্তুতি নিতেও কমপক্ষে তিন মাস লাগবে। চাহিদা অনুযায়ী টিকা হাতে না থাকায় এ-সংক্রান্ত কার্যক্রমে গতি আসছে না। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৮৩৭ ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে ৮০ লাখ ২০ হাজার ৩২৩ ডোজ মজুদ আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন। এদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। ২৩ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৪৮৭ ডোজ, ফাইজার ৯৪ হাজার ৮৩০ ডোজ, সিনোফার্ম ৯৭ লাখ ৩১ হাজার ৩৫২ ডোজ আর মডার্না ২৮ লাখ ৪১ হাজার ১৬৮ ডোজ। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৪ জন। নিবন্ধন করে করোনাভাইরাসের টিকা পাওয়ার অপেক্ষায় আছেন ১ কোটি ২০ লাখ ১১ হাজার ৫৪৭ জন। বিপুলসংখ্যক মানুষ টিকার অপেক্ষায় থাকায় অন্যরাও নিজেদের নাম নিবন্ধনে আগ্রহ হারাচ্ছেন। টিকা নিয়ে এ যাবৎ যে অব্যবস্থা হয়েছে তা যাতে আর দীর্ঘায়িত না হয় সরকারকে সে উদ্যোগ নিতে হবে। দেশে টিকার দ্রুত উৎপাদন নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’