করোনাভাইরাস প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সর্বাধিকসংখ্যক লোককে টিকাদান এবং ঘরের বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার। দুই ক্ষেত্রেই গভীর সংকটে ভুগছে দেশ। বাংলাদেশ আগেভাগে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়। এ বিষয়ে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু ভারত টিকা রপ্তানি বন্ধ করায় সমূহ সংকটে পড়ে বাংলাদেশ। পরে চীন থেকে টিকা কেনা ও কোভ্যাক্স সহায়তায় টিকা সংগ্রহের চেষ্টা চললেও চাহিদার তুলনায় তার পরিমাণ কম। সর্বোত্তম পদক্ষেপ হতো দেশে টিকা উৎপাদন করতে পারলে। কিন্তু এ বিষয়ে দেরিতে পদক্ষেপ নেওয়ায় সংকট ঘোরতর হয়ে উঠছে। চীনা সহায়তায় টিকা উৎপাদনের চুক্তি হলেও তার প্রস্তুতি নিতেও কমপক্ষে তিন মাস লাগবে। চাহিদা অনুযায়ী টিকা হাতে না থাকায় এ-সংক্রান্ত কার্যক্রমে গতি আসছে না। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৮৩৭ ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে ৮০ লাখ ২০ হাজার ৩২৩ ডোজ মজুদ আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন। এদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। ২৩ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৪৮৭ ডোজ, ফাইজার ৯৪ হাজার ৮৩০ ডোজ, সিনোফার্ম ৯৭ লাখ ৩১ হাজার ৩৫২ ডোজ আর মডার্না ২৮ লাখ ৪১ হাজার ১৬৮ ডোজ। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৪ জন। নিবন্ধন করে করোনাভাইরাসের টিকা পাওয়ার অপেক্ষায় আছেন ১ কোটি ২০ লাখ ১১ হাজার ৫৪৭ জন। বিপুলসংখ্যক মানুষ টিকার অপেক্ষায় থাকায় অন্যরাও নিজেদের নাম নিবন্ধনে আগ্রহ হারাচ্ছেন। টিকা নিয়ে এ যাবৎ যে অব্যবস্থা হয়েছে তা যাতে আর দীর্ঘায়িত না হয় সরকারকে সে উদ্যোগ নিতে হবে। দেশে টিকার দ্রুত উৎপাদন নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
টিকা জটিলতা
দেশে দ্রুত উৎপাদনই প্রকৃষ্ট পথ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর