করোনাভাইরাস প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সর্বাধিকসংখ্যক লোককে টিকাদান এবং ঘরের বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার। দুই ক্ষেত্রেই গভীর সংকটে ভুগছে দেশ। বাংলাদেশ আগেভাগে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়। এ বিষয়ে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু ভারত টিকা রপ্তানি বন্ধ করায় সমূহ সংকটে পড়ে বাংলাদেশ। পরে চীন থেকে টিকা কেনা ও কোভ্যাক্স সহায়তায় টিকা সংগ্রহের চেষ্টা চললেও চাহিদার তুলনায় তার পরিমাণ কম। সর্বোত্তম পদক্ষেপ হতো দেশে টিকা উৎপাদন করতে পারলে। কিন্তু এ বিষয়ে দেরিতে পদক্ষেপ নেওয়ায় সংকট ঘোরতর হয়ে উঠছে। চীনা সহায়তায় টিকা উৎপাদনের চুক্তি হলেও তার প্রস্তুতি নিতেও কমপক্ষে তিন মাস লাগবে। চাহিদা অনুযায়ী টিকা হাতে না থাকায় এ-সংক্রান্ত কার্যক্রমে গতি আসছে না। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৮৩৭ ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে ৮০ লাখ ২০ হাজার ৩২৩ ডোজ মজুদ আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন। এদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। ২৩ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৪৮৭ ডোজ, ফাইজার ৯৪ হাজার ৮৩০ ডোজ, সিনোফার্ম ৯৭ লাখ ৩১ হাজার ৩৫২ ডোজ আর মডার্না ২৮ লাখ ৪১ হাজার ১৬৮ ডোজ। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৪ জন। নিবন্ধন করে করোনাভাইরাসের টিকা পাওয়ার অপেক্ষায় আছেন ১ কোটি ২০ লাখ ১১ হাজার ৫৪৭ জন। বিপুলসংখ্যক মানুষ টিকার অপেক্ষায় থাকায় অন্যরাও নিজেদের নাম নিবন্ধনে আগ্রহ হারাচ্ছেন। টিকা নিয়ে এ যাবৎ যে অব্যবস্থা হয়েছে তা যাতে আর দীর্ঘায়িত না হয় সরকারকে সে উদ্যোগ নিতে হবে। দেশে টিকার দ্রুত উৎপাদন নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার