দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি গ্রহণ করেছে সরকার। প্রশাসনে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতিতে জিরো টলারেন্স দেখাতে হবে। দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলে দেশে প্রতিষ্ঠা করতে হবে সুশাসন। প্রশাসনে ভালো কাজের জন্য পুরস্কার এবং অন্যায়ের জন্য কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে। চিঠিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সিদ্ধান্তগুলো উল্লেখ করে বলা হয়, জনগণের সেবক হিসেবে জনকল্যাণে আত্মনিয়োগে সহকর্মীদের উদ্বুদ্ধ করতে হবে। ভালো কাজের জন্য প্রদান করতে হবে পুরস্কার। আর অন্যায় করলে শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। স্মর্তব্য, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সচিব সভা। ওই সভায় উপস্থিত ৭৬ সচিবের মধ্যে ১৭ জন ১৩টি বিষয়ে বক্তব্য দেন। এ প্রেক্ষাপটে ২০ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের চিঠি দেওয়া হয়েছে ওই নির্দেশনার আলোকে। দুর্নীতিতে জিরো টলারেন্স অনুসরণে দুর্নীতি দমন কমিশনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, স্ব স্ব মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দ্রুত ও কার্যকর করতে হবে। এ বিষয়ে সচিবদের অধিকতর সজাগ ও সম্পৃক্ত থাকতে হবে। কৃষিজমি সীমিত বিধায় অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয় চিঠিতে। এ জন্য এলাকাভিত্তিক ঘোষিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। শিল্পায়নের কারণে যেন পরিবেশ দূষণ না হয় এবং কৃষিজমি হ্রাস না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গত এক যুগে বাংলাদেশ নজরকাড়া অগ্রগতি অর্জন করেছে। কিন্তু দুর্নীতি ও সুশাসনের অভাবে তার সুফল ততটা স্পষ্ট হয়ে উঠছে না। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা গেলে জনস্বার্থ যেমন অর্জিত হবে তেমন দেশবাসীর কাছে বাড়বে সরকারের গ্রহণযোগ্যতা। এটির বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা