দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি গ্রহণ করেছে সরকার। প্রশাসনে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতিতে জিরো টলারেন্স দেখাতে হবে। দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলে দেশে প্রতিষ্ঠা করতে হবে সুশাসন। প্রশাসনে ভালো কাজের জন্য পুরস্কার এবং অন্যায়ের জন্য কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে। চিঠিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সিদ্ধান্তগুলো উল্লেখ করে বলা হয়, জনগণের সেবক হিসেবে জনকল্যাণে আত্মনিয়োগে সহকর্মীদের উদ্বুদ্ধ করতে হবে। ভালো কাজের জন্য প্রদান করতে হবে পুরস্কার। আর অন্যায় করলে শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। স্মর্তব্য, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সচিব সভা। ওই সভায় উপস্থিত ৭৬ সচিবের মধ্যে ১৭ জন ১৩টি বিষয়ে বক্তব্য দেন। এ প্রেক্ষাপটে ২০ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের চিঠি দেওয়া হয়েছে ওই নির্দেশনার আলোকে। দুর্নীতিতে জিরো টলারেন্স অনুসরণে দুর্নীতি দমন কমিশনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, স্ব স্ব মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দ্রুত ও কার্যকর করতে হবে। এ বিষয়ে সচিবদের অধিকতর সজাগ ও সম্পৃক্ত থাকতে হবে। কৃষিজমি সীমিত বিধায় অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয় চিঠিতে। এ জন্য এলাকাভিত্তিক ঘোষিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। শিল্পায়নের কারণে যেন পরিবেশ দূষণ না হয় এবং কৃষিজমি হ্রাস না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গত এক যুগে বাংলাদেশ নজরকাড়া অগ্রগতি অর্জন করেছে। কিন্তু দুর্নীতি ও সুশাসনের অভাবে তার সুফল ততটা স্পষ্ট হয়ে উঠছে না। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা গেলে জনস্বার্থ যেমন অর্জিত হবে তেমন দেশবাসীর কাছে বাড়বে সরকারের গ্রহণযোগ্যতা। এটির বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
দুর্নীতিতে জিরো টলারেন্স
বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর