দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক সংকটে ভুগছে। সারা দেশে প্রয়োজনের বিপরীতে আড়াই হাজার শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এক দশক ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শূন্য হয়েছে বিপুলসংখ্যক শিক্ষক পদ। করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলায় শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা, এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ে ক্লাস নেওয়া, লাইব্রেরিয়ান সংকটসহ নানা সমস্যায় পর্যুদস্ত হয়ে পড়েছে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। ২০১৮ সালের সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিকের ২ হাজার ১৫৫ সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করার পর নানা প্রক্রিয়ায় পার হয়ে গেছে তিন বছর। কিন্তু নিয়োগে উত্তীর্ণদের এখনো কর্মস্থলে পদায়ন করা হয়নি। পিরোজপুরে এস বি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র ছয়জন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য প্রায় পাঁচ বছর ধরে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বিঘিœত হচ্ছে শিক্ষার মান। এমনিতেই করোনার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষার্থীরা। শিক্ষক সংকট থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে নেওয়া দূরের কথা আরও পিছিয়ে পড়বে। এ প্রেক্ষাপটে শিক্ষকের শূন্যস্থান পূরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তিন বছর আগে উত্তীর্ণদের শিক্ষক হিসেবে দ্রুত নিয়োগ দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগও নিতে হবে জরুরিভাবে। একসময় যে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিয়ে গর্ব করা হতো। কালের বিবর্তনে তা কেন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
শিক্ষক সংকট
শূন্যস্থান পূরণের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
