দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক সংকটে ভুগছে। সারা দেশে প্রয়োজনের বিপরীতে আড়াই হাজার শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এক দশক ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শূন্য হয়েছে বিপুলসংখ্যক শিক্ষক পদ। করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলায় শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা, এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ে ক্লাস নেওয়া, লাইব্রেরিয়ান সংকটসহ নানা সমস্যায় পর্যুদস্ত হয়ে পড়েছে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। ২০১৮ সালের সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিকের ২ হাজার ১৫৫ সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করার পর নানা প্রক্রিয়ায় পার হয়ে গেছে তিন বছর। কিন্তু নিয়োগে উত্তীর্ণদের এখনো কর্মস্থলে পদায়ন করা হয়নি। পিরোজপুরে এস বি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র ছয়জন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য প্রায় পাঁচ বছর ধরে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বিঘিœত হচ্ছে শিক্ষার মান। এমনিতেই করোনার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষার্থীরা। শিক্ষক সংকট থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে নেওয়া দূরের কথা আরও পিছিয়ে পড়বে। এ প্রেক্ষাপটে শিক্ষকের শূন্যস্থান পূরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তিন বছর আগে উত্তীর্ণদের শিক্ষক হিসেবে দ্রুত নিয়োগ দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগও নিতে হবে জরুরিভাবে। একসময় যে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিয়ে গর্ব করা হতো। কালের বিবর্তনে তা কেন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
শিক্ষক সংকট
শূন্যস্থান পূরণের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর