দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক সংকটে ভুগছে। সারা দেশে প্রয়োজনের বিপরীতে আড়াই হাজার শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এক দশক ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শূন্য হয়েছে বিপুলসংখ্যক শিক্ষক পদ। করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলায় শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা, এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ে ক্লাস নেওয়া, লাইব্রেরিয়ান সংকটসহ নানা সমস্যায় পর্যুদস্ত হয়ে পড়েছে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। ২০১৮ সালের সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিকের ২ হাজার ১৫৫ সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করার পর নানা প্রক্রিয়ায় পার হয়ে গেছে তিন বছর। কিন্তু নিয়োগে উত্তীর্ণদের এখনো কর্মস্থলে পদায়ন করা হয়নি। পিরোজপুরে এস বি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র ছয়জন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য প্রায় পাঁচ বছর ধরে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বিঘিœত হচ্ছে শিক্ষার মান। এমনিতেই করোনার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষার্থীরা। শিক্ষক সংকট থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে নেওয়া দূরের কথা আরও পিছিয়ে পড়বে। এ প্রেক্ষাপটে শিক্ষকের শূন্যস্থান পূরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তিন বছর আগে উত্তীর্ণদের শিক্ষক হিসেবে দ্রুত নিয়োগ দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগও নিতে হবে জরুরিভাবে। একসময় যে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিয়ে গর্ব করা হতো। কালের বিবর্তনে তা কেন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার
- ড্রোন পরীক্ষা তদারকিতে এআই তৈরির নির্দেশ কিম জং উনের
- ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
শিক্ষক সংকট
শূন্যস্থান পূরণের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
